আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি রাস্তার পাশ থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জাকাটেকাসের একটি সড়কের পাশ থেকে।
শুক্রবার লাশগুলো কর্তৃপক্ষ উদ্ধার করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাশগুলো কম্বল দিয়ে মুড়িয়ে আঠালো টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছে।
জাকাটেকাসের পাবলিক প্রসিকিউটর ফ্রান্সিকো মুরিলো সাংবাদিকদের জানিয়েছেন, মৃতদেহগুলোর মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। চার দিন আগে থেকে তাদের পাওয়া যাচ্ছিল না।
মেক্সিকোর উত্তরাঞ্চলের জাকাটেকাস এলাকা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অন্যতম রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। এলাকাটি নিয়ন্ত্রণে অন্তত তিনটি অপরাধী দলের মধ্যে লড়াই চলে।
এর মধ্যে বেশি অপরাধ প্রবণ এলাকা সিনালোয়া ও জালিসকো নিউ জেনারেশন। গত বুধবার সিনালোয়ায় এক সংঘর্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এর আগে এসব মাদক পাচারকারীদের বিপক্ষে ২০০৬ সালে তৎকালীন সরকার সামরিক অভিযান চালায়। এতে অনেক মানুষ হতাহত হয়।