আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখ সীমান্তে এখন কার্যত যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে। ভারত ও চীন দু’পক্ষই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে। একে অপরের ওপর রাখছে কড়া নজর। ঝাঁকে ঝাঁকে উড়ছে চীনের শত শত নজরদারি ড্রোন।
গালওয়ান উপত্যকার উত্তেজনা ছড়িয়ে ভারতজুড়ে। এমন উত্তেজনা পরিস্থিতিতে ভারতে চীনা পণ্য বয়কটের দাবিতে ঝড় উঠেছে।
সেই ঝড়ে সামিল হয়েছে বলিউড সেলিব্রেটিদের কয়েকজন। তার মধ্যে বলিকুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অন্যতম।
শুধু অভিনয় নয়, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেও আলোচনায় থাকেন এই নায়িকা। এবার চীনের বিরুদ্ধে ভারতবাসীকে রুখে দাঁড়াতে বললেন তিনি।
কঙ্গনা বলেছেন, ‘এই মুহূর্তে চীনের পণ্য ভারতের প্রতিটি মানুষকে বর্জন করতে। চীনের যে সব কোম্পানি ভারতে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে।’
ভারতীয় সেনার ওপর চীনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কঙ্গনা রানাওয়াত বলেছেন, ‘লাদাখে যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা-
করছে চীন, তার বিরুদ্ধে দেশের প্রত্যেক মানুষকে গর্জে উঠতে হবে। একজোট হতেই হবে সবাইকে। ভারতীয় সেনাদের পাশে মানসিকভাবে দাঁড়াতে হবে।’
এছাড়াও নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে চীনের হামলার তীব্র বিরোধিতা করতে দেখা গেছে তাকে। তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল