ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভুটানের পানি বন্ধ করার কারণ শুনে হতবাক ভারত

ভুটানের পানি বন্ধ করার কারণ শুনে হতবাক ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রতিবেশী দেশ হিসেবে ভুটানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বহু পুরনো। মোদী সরকারের সঙ্গেও ভুটানের রাজবংশের সখ্যতা খুবই পোক্ত।

কিন্তু এই সমস্ত প্রেক্ষাপটেও এবার ভুটানও চীন, নেপাল, পাকিস্তানের মতোই খেলা শুরু করেছে ভারতের সাথে। ১৯৫৩ সাল থেকে ভুটান সংলগ্ন এলাকার ভারতীয় চাষিরা সেচের পানি পেয়ে আসছেন ভুটানের কাছ থেকেই।

সাম্প্রতিক কালে সেই সেচের জল বন্ধ করে দিয়েছে ভুটান। যার ফলে ভারত-ভুটান সীমান্তের ৬ হাজার চাষি প্রবল ক্ষতির মুখে।

চুপচাপ ভুটানের এমন কীর্তিতে রীতিমত হতবাক ভারতীয় কূটনৈতিক মহল। ভুটান -অসম সীমান্তের এই ঘটনায় স্থানীয় চাষিরা প্রতিবাদে করছে।

সেখানে বাকসা জেলায় চাষের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেচের পানি না ছাড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা খুব একটা ভালোভাবে নিচ্ছে না দিল্লি। যদিও এতে ভ্রুক্ষেপ নেই ভুটানের।

কেন ভুটান এমন পদক্ষেপ নিল? ভুটান জানিয়েছে, করোনার সংকটজনক পরিস্থিতি মোকাবিলার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

মহামারীর জেরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু এ কারণ যথাযোগ্য মনে করছে না দিল্লি। এর অন্তরালের খবর বের করার চেষ্টা করছে কূটনৈতিক মহল।

 

ট্যাগস

ভুটানের পানি বন্ধ করার কারণ শুনে হতবাক ভারত

আপডেট সময় ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রতিবেশী দেশ হিসেবে ভুটানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বহু পুরনো। মোদী সরকারের সঙ্গেও ভুটানের রাজবংশের সখ্যতা খুবই পোক্ত।

কিন্তু এই সমস্ত প্রেক্ষাপটেও এবার ভুটানও চীন, নেপাল, পাকিস্তানের মতোই খেলা শুরু করেছে ভারতের সাথে। ১৯৫৩ সাল থেকে ভুটান সংলগ্ন এলাকার ভারতীয় চাষিরা সেচের পানি পেয়ে আসছেন ভুটানের কাছ থেকেই।

সাম্প্রতিক কালে সেই সেচের জল বন্ধ করে দিয়েছে ভুটান। যার ফলে ভারত-ভুটান সীমান্তের ৬ হাজার চাষি প্রবল ক্ষতির মুখে।

চুপচাপ ভুটানের এমন কীর্তিতে রীতিমত হতবাক ভারতীয় কূটনৈতিক মহল। ভুটান -অসম সীমান্তের এই ঘটনায় স্থানীয় চাষিরা প্রতিবাদে করছে।

সেখানে বাকসা জেলায় চাষের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেচের পানি না ছাড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা খুব একটা ভালোভাবে নিচ্ছে না দিল্লি। যদিও এতে ভ্রুক্ষেপ নেই ভুটানের।

কেন ভুটান এমন পদক্ষেপ নিল? ভুটান জানিয়েছে, করোনার সংকটজনক পরিস্থিতি মোকাবিলার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

মহামারীর জেরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু এ কারণ যথাযোগ্য মনে করছে না দিল্লি। এর অন্তরালের খবর বের করার চেষ্টা করছে কূটনৈতিক মহল।