আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির স্টুটগার্টে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রস্থলে এক দল লোক একাধিক দোকানে ভাঙচুর, লুটপাট করেছে। পুলিশের ওপরও চড়াও হয় তারা।
শনিবার (২০ জুন) রাতে দক্ষিণ-পশ্চিমালীয় শহর স্টুটগার্টে এই বিশৃঙ্খলা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সহিংসতায় অন্তত ১৯ জন পুলিশ কর্মকর্তা আহত হন এবং ১২ টি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লোকজন শহরের কেন্দ্রস্থলে দোকানপাট ভাঙচুর করছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ও অন্যান্য ভারি জিনিস ছুড়ে মারছে।
স্টুটগার্ট পুলিশ বলছে, শহরের মাদক কারবারের একটি ঘটনা পুলিশ খতিয়ে দেখতে গেলে এ সহিংসতার ঘটনা ঘটে।
সহিংসতার ভয়াবহতা দেখে হতভম্ব হয়ে গেছেন স্থানীয় রাজনীতিবিদ এবং নাগরিকরা। এমন ঘটনা ‘নজিরবিহীন’ বলছেন তারা। -বিবিসি