রাজশাহী প্রতিনিধি: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা হলেন- আহমেদ পার্সেল সার্ভিস লিমিটেডের মালিক ও রাজশাহী নগরীর আলুপট্টির বাসিন্দা নবুয়াত আলী এবং মহানগরীর পবা নতুনপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমান। তাদের মধ্যে নবুয়াত আলী রোববার রাত সাড়ে ১০টার দিকে মারা যান। আর মতিউর রহমান মারা যান রাত ৮টার দিকে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। নমুনা পরীক্ষায় জানা যাবে তারা করোনা সংক্রমিত ছিলেন কি-না।
তবে মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করবে।
এর আগে রোববার সকাল ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মারা যান আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি। রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা আইজ উদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষায় তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।