আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও চীনের মতো দেশে টেস্ট কম হয় তাই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সেখানে কম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেইন অঙ্গরাজ্যের পিউরিটান মেডিকেল প্রোডাক্ট পরিদর্শনের সময় ট্রাম্প শুক্রবার দাবি করেন, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০ মিলিয়ন টেস্ট হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় ১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন আক্রান্ত নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের। সেখানে চীনে সাড়ে চার হাজারের কিছু বেশি মানুষ মারা গেছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ৯৫৪ জন। মারা গেছেন ৬ হাজার ৬৪৯ জন।
নির্বাচনের আগে চাপে থাকা ট্রাম্প বলছেন ‘দেশবাসীকে জানাতে চাই, আমাদের এখানে বেশি পরীক্ষা হয় বলেই বেশি সংখ্যক রোগী ধরা পড়ে। আমি কথা দিচ্ছি ভারত এবং চীনে আরও পরীক্ষা হলে সেখানেও আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে।’
নিজ দেশের পরীক্ষার সক্ষমতার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আপনারা যা সম্ভব করেছেন তার জন্য টেস্টিং ক্যাপাসিটিকে ধন্যবাদ। আমাদের দেশ আবার যেভাবে সচল হচ্ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে তা কেউ কোনোদিন সম্ভবের কথা ভাবেনি।’