ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে গণহত্যার মামলা পরিচালনায় আর্জেন্টিনার সম্মতি

রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্কঃ  মিয়ানমারের নেতা অং সান সুচি এবং দেশটির সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার একটি আদালত।

গত সোমবার (১ জুন) এক বিবৃতিতে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (বিআরওইউকে) জানিয়েছে, রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে আর্জেন্টিনার-

ফেডারেল ফৌজদারী চেম্বার নম্বর-১ আমাদের আবেদন গ্রহণ করেছে এবং রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে বলেছে।

গত ২৯ মে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি আদালত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং মিয়ানমারের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা না করার পূর্ববর্তী আদেশও প্রত্যাহার করেছে।

বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক আপরাধ আদালত (আইসিসি) এর কাছে আরও তথ্যের জন্য আবেদন করেছে আর্জেন্টিনার ওই আদালত।

বিআরওইউকে এর আগে রোহিঙ্গা ইস্যুতে মামলা করতে চাইলে ২০১৯ সালের ৯ ডিসেম্বর আর্জেন্টিনার আদালত তা খারিজ করে দিয়েছিল।

বিআরওইউকে প্রধান তুন খিন বলেছেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার লড়াইয়ে আরেকটি দুর্দান্ত সাফল্য হলো আর্জেন্টিনার আদালতের সিদ্ধান্ত।

রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টরা বলছেন, আর্জেন্টিনা আদালতের ওই সিদ্ধান্ত কেবল রোহিঙ্গাদের আশা দেখায় না, মিয়ানমারের প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আশা জাগানিয়া।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার আদালত দেখিয়ে দিল যে, এ ধরনের অবর্ণনীয় সহিংসতার শিকারদের জন্য আশা রয়েছে এবং তারা ন্যায়বিচারের দাবিদার।

তথ্যসূত্র : আনাদলু অ্যাজেন্সি

 

ট্যাগস

মিয়ানমারে গণহত্যার মামলা পরিচালনায় আর্জেন্টিনার সম্মতি

আপডেট সময় ১২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  মিয়ানমারের নেতা অং সান সুচি এবং দেশটির সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার একটি আদালত।

গত সোমবার (১ জুন) এক বিবৃতিতে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (বিআরওইউকে) জানিয়েছে, রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে আর্জেন্টিনার-

ফেডারেল ফৌজদারী চেম্বার নম্বর-১ আমাদের আবেদন গ্রহণ করেছে এবং রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে বলেছে।

গত ২৯ মে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি আদালত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং মিয়ানমারের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা না করার পূর্ববর্তী আদেশও প্রত্যাহার করেছে।

বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক আপরাধ আদালত (আইসিসি) এর কাছে আরও তথ্যের জন্য আবেদন করেছে আর্জেন্টিনার ওই আদালত।

বিআরওইউকে এর আগে রোহিঙ্গা ইস্যুতে মামলা করতে চাইলে ২০১৯ সালের ৯ ডিসেম্বর আর্জেন্টিনার আদালত তা খারিজ করে দিয়েছিল।

বিআরওইউকে প্রধান তুন খিন বলেছেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার লড়াইয়ে আরেকটি দুর্দান্ত সাফল্য হলো আর্জেন্টিনার আদালতের সিদ্ধান্ত।

রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টরা বলছেন, আর্জেন্টিনা আদালতের ওই সিদ্ধান্ত কেবল রোহিঙ্গাদের আশা দেখায় না, মিয়ানমারের প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আশা জাগানিয়া।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার আদালত দেখিয়ে দিল যে, এ ধরনের অবর্ণনীয় সহিংসতার শিকারদের জন্য আশা রয়েছে এবং তারা ন্যায়বিচারের দাবিদার।

তথ্যসূত্র : আনাদলু অ্যাজেন্সি