ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাছের সাথে এ কেমন শত্রুতা?

গাছ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁতে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। রাতের অন্ধকারে অন্যায়ভাবে এক অসহায় গৃহবধূর অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে জানান ভূক্তভোগী ।

অভিযুক্ত জনৈক পল্লী বচিকিৎসকপের বাড়ি নওগাঁরট রানীনগরে বলে জানা গেছে। সে বর্তমানে ইদুর বটতলী – আরজি নওগাঁয় ভুক্তভোগীদের বাগানের পাশের বাড়ির একাংশ ক্রয় করে সেখাটনে অবস্থান করতেন বলে জানান স্থানীয়রা।

প্রতিবেশি বাগান মালিককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে শত্রুতাবশত: গায়ের জোরে ক্ষমতার দাপট দেখিয়ে গাছগুলো কেটে ফেলার পর থেকে পলাতক রয়েছে সে।

বাগান মালিকের জামাইয়ের সাথে শত্রুতাবশত:গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে জানান অনেকে। সরেজমিন গিয়ে জানা যায়,নওগাঁ সদর উপজেলার ইদুর বটতলী নামক স্থানের আরজী নওগাঁ চকইলাম। 

নওগাঁ পৌরসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাকের জামাই স.ম ওমর ফারুক অভিযোগ করে জানান- আরজি নওগাঁ মৌজায় তার শশুরের সূত্রে প্রাপ্ত প্রায় ১৬ কাঠা জমিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রজাতির-

ফলজ এবং বনজ গাছ গাছালী যেমন( ফজলি-ন্যাংড়া- খিরশাপাতি-গোপালভোগসহ বিভিন্ন প্রজাতির আম, কলা, আকাশমুনি ইত্যাদি গাছ গাছালী লাগিয়ে পরিচর্যা করে আসছেন।

আর এগুলো বাগান দেখাশুনা করে থাকেন ভূক্তভোগী গৃহবধূ মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে রোকসানার মেয়ের জামাই মোস্তাকিন।

তাকে অভিযুক্ত বেঞ্জু বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন বলেও জানান বর্তমান জমির মালিক চকইলামের মৃত । আব্দুর রাজ্জাকের মেয়ে ভুক্তভোগী রোকসানার স্বামী অভিযোগকারী স.ম ওমর ফারুক।

এদিকে ওই জমিটির গাছ কর্তনের বিষয়টি ওইদিন রাতেই প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে।

ঘটনার পরদিন অর্থাৎ গত ২৮ মে বৃহস্পতিবার সকালে বাগান পরিদর্শনের পর সন্ধ্যায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন টবলে জানিয়েছেন ভূক্তভোগী গৃহবধূর স্বামী স.ম ওমর ফারুক।

সরেজমিন গিয়ে ভূক্তভোগীদের মাধ্যমে জানা যায়, নওগাঁ সদরের ইদুর বটতলী নামক স্থানের আরজী নওগাঁ মৌজায় অবস্থিত একগৃহবধূর পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির উপর দিয়ে চলাচলের জন্য জোর পূর্বক রাস্তা নির্মাণ-

বাগানের বেড়া ভাংচুর, কলার বাগানের কলা চুরি, আমগাছ এবং আকাশমুনি কর্তন, মারপিট, খুন-জখম, গালি-গালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রেখেছে একই এলাকায় বসবাসকারী রানীনগরের বেঞ্জু নামে এক জনৈক পল্লী চিকিৎসক ।

এছাড়াও সে গত ২৭ মে বুধবার রাতের আঁধারে বাগানের বেড়ার দরজা ভেঙ্গে বাগানের ভেতর প্রবেশ করে ওই জমিতে রোপিত ফলজ এবং বনজ সবমিলিয়ে প্রায় অর্ধ শতাধিক গাছ নিজে ধারালো অস্ত্র দিয়ে কেটে ক্ষতিসাধন করেছে।

এতে তাদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন ভূক্তোভূগী পরিবারের লোকজন । বর্তমানে তাদের পরিবার জীবনের নিরাপত্তাহীনতার সঙ্কা করছেন। আর এ জন্য তারা এর সুষ্ঠ বিচার দাবী করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত বেঞ্জু গাছ কাটার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। এ ব্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী জানান, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস

গাছের সাথে এ কেমন শত্রুতা?

আপডেট সময় ১২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁতে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। রাতের অন্ধকারে অন্যায়ভাবে এক অসহায় গৃহবধূর অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে জানান ভূক্তভোগী ।

অভিযুক্ত জনৈক পল্লী বচিকিৎসকপের বাড়ি নওগাঁরট রানীনগরে বলে জানা গেছে। সে বর্তমানে ইদুর বটতলী – আরজি নওগাঁয় ভুক্তভোগীদের বাগানের পাশের বাড়ির একাংশ ক্রয় করে সেখাটনে অবস্থান করতেন বলে জানান স্থানীয়রা।

প্রতিবেশি বাগান মালিককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে শত্রুতাবশত: গায়ের জোরে ক্ষমতার দাপট দেখিয়ে গাছগুলো কেটে ফেলার পর থেকে পলাতক রয়েছে সে।

বাগান মালিকের জামাইয়ের সাথে শত্রুতাবশত:গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে জানান অনেকে। সরেজমিন গিয়ে জানা যায়,নওগাঁ সদর উপজেলার ইদুর বটতলী নামক স্থানের আরজী নওগাঁ চকইলাম। 

নওগাঁ পৌরসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাকের জামাই স.ম ওমর ফারুক অভিযোগ করে জানান- আরজি নওগাঁ মৌজায় তার শশুরের সূত্রে প্রাপ্ত প্রায় ১৬ কাঠা জমিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রজাতির-

ফলজ এবং বনজ গাছ গাছালী যেমন( ফজলি-ন্যাংড়া- খিরশাপাতি-গোপালভোগসহ বিভিন্ন প্রজাতির আম, কলা, আকাশমুনি ইত্যাদি গাছ গাছালী লাগিয়ে পরিচর্যা করে আসছেন।

আর এগুলো বাগান দেখাশুনা করে থাকেন ভূক্তভোগী গৃহবধূ মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে রোকসানার মেয়ের জামাই মোস্তাকিন।

তাকে অভিযুক্ত বেঞ্জু বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন বলেও জানান বর্তমান জমির মালিক চকইলামের মৃত । আব্দুর রাজ্জাকের মেয়ে ভুক্তভোগী রোকসানার স্বামী অভিযোগকারী স.ম ওমর ফারুক।

এদিকে ওই জমিটির গাছ কর্তনের বিষয়টি ওইদিন রাতেই প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে।

ঘটনার পরদিন অর্থাৎ গত ২৮ মে বৃহস্পতিবার সকালে বাগান পরিদর্শনের পর সন্ধ্যায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন টবলে জানিয়েছেন ভূক্তভোগী গৃহবধূর স্বামী স.ম ওমর ফারুক।

সরেজমিন গিয়ে ভূক্তভোগীদের মাধ্যমে জানা যায়, নওগাঁ সদরের ইদুর বটতলী নামক স্থানের আরজী নওগাঁ মৌজায় অবস্থিত একগৃহবধূর পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির উপর দিয়ে চলাচলের জন্য জোর পূর্বক রাস্তা নির্মাণ-

বাগানের বেড়া ভাংচুর, কলার বাগানের কলা চুরি, আমগাছ এবং আকাশমুনি কর্তন, মারপিট, খুন-জখম, গালি-গালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রেখেছে একই এলাকায় বসবাসকারী রানীনগরের বেঞ্জু নামে এক জনৈক পল্লী চিকিৎসক ।

এছাড়াও সে গত ২৭ মে বুধবার রাতের আঁধারে বাগানের বেড়ার দরজা ভেঙ্গে বাগানের ভেতর প্রবেশ করে ওই জমিতে রোপিত ফলজ এবং বনজ সবমিলিয়ে প্রায় অর্ধ শতাধিক গাছ নিজে ধারালো অস্ত্র দিয়ে কেটে ক্ষতিসাধন করেছে।

এতে তাদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন ভূক্তোভূগী পরিবারের লোকজন । বর্তমানে তাদের পরিবার জীবনের নিরাপত্তাহীনতার সঙ্কা করছেন। আর এ জন্য তারা এর সুষ্ঠ বিচার দাবী করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত বেঞ্জু গাছ কাটার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। এ ব্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী জানান, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।