ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভয়কে জয় করতে করোনা আক্রান্ত পরিবারে উপহার সামগ্রী নিয়ে হাজির মহাদেবপুরের ইউ এন ও মিজানুর

ভয় কে জয় করার আশ্বাস দেন ইউ এন ও মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার নওগাঁ:  প্রশাসনের সামাজিক সচেতনতার  জোর প্রচারনার মাঝেও নানা অসাবধানতায়  কেউ কেউ করোনা পজিটিভ হচ্ছেন । আক্রান্তরা সামাজিক ভাবে যেমন এক ঘরে, তেমন মানষিক ভাবেও বিপর্যন্ত ।

ইতিমধ্যে বিধি নিষেধ আর ডাক্তারী নিয়ম মেনে অনেক করোনা পজিটিভ সুস্থ হয়ে ফিরেছেন । আর এ কারণে মানষিক শক্তি প্রেরণায় উৎসাহ দিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।  এ ক্ষেত্রে করোনা আক্রান্ত পরিবারের পাশে মানবতার হাত বাড়িয়ে অনন্য নজির তৈরি করলেন নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার । 

নওগাঁয় এখন পর্যন্ত  ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এর মধ্যে মহাদেবপুরের  পূর্ব দুলালপাড়ার ৩২ বছর বয়সী এক নারী ও সিদ্দিকপুর গ্রামের ২৭ বছরের এক পুরুষ।

 ২৯ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর দুই কোরোনা রোগীর বাড়িসহ আশেপাশের ছয় বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। লকডাউনের কারণে বাড়িতে অবস্থানত কেউই বাইরে যেতে পারছেন না। মানষিক ভাবেও তারাও অনেকটা ভেংগে পড়েছেন । এ অবস্থায় মানবিকতার বড় নজির তৈরি করে খোদ উপজেলা প্রশাসনের প্রধান সহ কর্মকর্তাদের  নিয়ে হাজির হলেন । অনেকটা হতবাক এলাকা বাসী । সবাই যখন নিগ্রহের তীর ছুড়ছে পরিবার দুটির প্রতি  সে সময় পুরো প্রশাসনের কর্মকর্তারা  শুধু এগিয়ে গেলেন না পরিবারের নানা উপহার সামগ্রী তুলে দিলেন  । 

মানবতার অনন্য নজির তৈরির মানুষ টি হলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান । আর এ মহানুভবতার যাত্রায় সাথে নেন আর এক কর্মকর্তা উপজেলার  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট এসএম অনীক চৌধুরীকে ।

এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে রোগী ও তার স্বজনদের করোনা কে জয় করার প্রেরনা দেন । মানষিক ভাবে শক্তি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করার তিনি আহবান জানান । মিজানুর রহমান বলেন, যে কোন পরিস্থিতে মহাদেবপুর উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে । তাই ধর্য ও সাহসিতায় করোনা জয় করতে আক্রান্ত পরিবার দুটির প্রতি প্র্রতিবেশীদের আহবান জানান ।

এ সময়   করোনা রোগীর বাড়ির আশেপাশের ছয় পরিবারে  খাদ্য সহায়তা প্রদান করেন ।

করোনা আক্রান্তে লক ডাউন করা পরিবারের মাঝেও খাদ্য সহায়তা দেন

করোনা পরিস্থিতির প্রথম থেকেই মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সামাজিক সচেতনতা ছাড়াও কর্মহীন দরিদ্র মানুষের প্রতি ব ব্যতিক্রম উদ্যেগ নিয়ে সহযোগিতা অব্যহত রেখেছেন । মিজানুর রহমানের কর্মপরিকল্পনায় উপজেলার ইউনিয়ন গুলোতে ’মানবতার ঘর’নাম দিয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা কার্যক্রম বেশ সারা ফেলেছে জেলায় ।

একজন মানবিক প্রশাসকের কল্যান মুখী নানা উদ্যেগে সুশীল সমাজ সহ সব শ্রেনী পেশার মানুষের কাছে সুনাম পাচ্ছেন মহাদেবপুর উপজেলার শীর্ষ কর্মকর্তা মিজানুর রহমান ।

ট্যাগস

ভয়কে জয় করতে করোনা আক্রান্ত পরিবারে উপহার সামগ্রী নিয়ে হাজির মহাদেবপুরের ইউ এন ও মিজানুর

আপডেট সময় ১০:১৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ:  প্রশাসনের সামাজিক সচেতনতার  জোর প্রচারনার মাঝেও নানা অসাবধানতায়  কেউ কেউ করোনা পজিটিভ হচ্ছেন । আক্রান্তরা সামাজিক ভাবে যেমন এক ঘরে, তেমন মানষিক ভাবেও বিপর্যন্ত ।

ইতিমধ্যে বিধি নিষেধ আর ডাক্তারী নিয়ম মেনে অনেক করোনা পজিটিভ সুস্থ হয়ে ফিরেছেন । আর এ কারণে মানষিক শক্তি প্রেরণায় উৎসাহ দিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।  এ ক্ষেত্রে করোনা আক্রান্ত পরিবারের পাশে মানবতার হাত বাড়িয়ে অনন্য নজির তৈরি করলেন নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার । 

নওগাঁয় এখন পর্যন্ত  ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এর মধ্যে মহাদেবপুরের  পূর্ব দুলালপাড়ার ৩২ বছর বয়সী এক নারী ও সিদ্দিকপুর গ্রামের ২৭ বছরের এক পুরুষ।

 ২৯ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর দুই কোরোনা রোগীর বাড়িসহ আশেপাশের ছয় বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। লকডাউনের কারণে বাড়িতে অবস্থানত কেউই বাইরে যেতে পারছেন না। মানষিক ভাবেও তারাও অনেকটা ভেংগে পড়েছেন । এ অবস্থায় মানবিকতার বড় নজির তৈরি করে খোদ উপজেলা প্রশাসনের প্রধান সহ কর্মকর্তাদের  নিয়ে হাজির হলেন । অনেকটা হতবাক এলাকা বাসী । সবাই যখন নিগ্রহের তীর ছুড়ছে পরিবার দুটির প্রতি  সে সময় পুরো প্রশাসনের কর্মকর্তারা  শুধু এগিয়ে গেলেন না পরিবারের নানা উপহার সামগ্রী তুলে দিলেন  । 

মানবতার অনন্য নজির তৈরির মানুষ টি হলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান । আর এ মহানুভবতার যাত্রায় সাথে নেন আর এক কর্মকর্তা উপজেলার  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট এসএম অনীক চৌধুরীকে ।

এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে রোগী ও তার স্বজনদের করোনা কে জয় করার প্রেরনা দেন । মানষিক ভাবে শক্তি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করার তিনি আহবান জানান । মিজানুর রহমান বলেন, যে কোন পরিস্থিতে মহাদেবপুর উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে । তাই ধর্য ও সাহসিতায় করোনা জয় করতে আক্রান্ত পরিবার দুটির প্রতি প্র্রতিবেশীদের আহবান জানান ।

এ সময়   করোনা রোগীর বাড়ির আশেপাশের ছয় পরিবারে  খাদ্য সহায়তা প্রদান করেন ।

করোনা আক্রান্তে লক ডাউন করা পরিবারের মাঝেও খাদ্য সহায়তা দেন

করোনা পরিস্থিতির প্রথম থেকেই মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সামাজিক সচেতনতা ছাড়াও কর্মহীন দরিদ্র মানুষের প্রতি ব ব্যতিক্রম উদ্যেগ নিয়ে সহযোগিতা অব্যহত রেখেছেন । মিজানুর রহমানের কর্মপরিকল্পনায় উপজেলার ইউনিয়ন গুলোতে ’মানবতার ঘর’নাম দিয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা কার্যক্রম বেশ সারা ফেলেছে জেলায় ।

একজন মানবিক প্রশাসকের কল্যান মুখী নানা উদ্যেগে সুশীল সমাজ সহ সব শ্রেনী পেশার মানুষের কাছে সুনাম পাচ্ছেন মহাদেবপুর উপজেলার শীর্ষ কর্মকর্তা মিজানুর রহমান ।