ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় কর্নেলসহ নিহত ৫

সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজরসহ অন্তত পাঁচ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। শনিবার এই গোলাগুলি শুরু হয়ে চলে রাতভর।

এনডিটিভি বলছে, কুপওয়ারায় সন্ত্রাসীদের গোলাগুলির কবলে পড়া নিরাপত্তা বাহিনীর ওই দলে একজন পুলিশ কর্মকর্তা এবং দুই সেনা সদস্যও রয়েছেন।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়।

ভারতের পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর শাকিল কাজিসহ নিরাপত্তাবাহিনীন পাঁচ সাহসী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কুপওয়ারার চাঙ্গিমুল্লা এলাকায় সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছেন; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সেনা এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত দল টার্গেট এলাকায় প্রবেশ করে বেসামরিক নাগরিকদের উদ্ধার করে।

নাগরিকদের উদ্ধারের এই সময় সন্ত্রাসীদের ভারী গোলাবর্ষণের কবলে পড়ে পাঁচ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটে। সন্ত্রাসী হামলায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া চ্যাম্পিয়নরা আজ রাতে দেশে ফিরছেন

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় কর্নেলসহ নিহত ৫

আপডেট সময় ০৩:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজরসহ অন্তত পাঁচ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। শনিবার এই গোলাগুলি শুরু হয়ে চলে রাতভর।

এনডিটিভি বলছে, কুপওয়ারায় সন্ত্রাসীদের গোলাগুলির কবলে পড়া নিরাপত্তা বাহিনীর ওই দলে একজন পুলিশ কর্মকর্তা এবং দুই সেনা সদস্যও রয়েছেন।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়।

ভারতের পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর শাকিল কাজিসহ নিরাপত্তাবাহিনীন পাঁচ সাহসী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কুপওয়ারার চাঙ্গিমুল্লা এলাকায় সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছেন; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সেনা এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত দল টার্গেট এলাকায় প্রবেশ করে বেসামরিক নাগরিকদের উদ্ধার করে।

নাগরিকদের উদ্ধারের এই সময় সন্ত্রাসীদের ভারী গোলাবর্ষণের কবলে পড়ে পাঁচ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটে। সন্ত্রাসী হামলায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।