স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যৌথ পরিবারের ১৮ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের কারও শরীরেই আক্রান্ত হওয়ার কোনো ধরনের উপসর্গ ছিলো না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাসরত পরিবারটির অন্যতম সদস্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তার। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় তার ফলাফল কভিড-১৯ নেগেটিভ এসেছে।
তবে ডা. শিল্পীর বা-মাসহ পরিবারটির ১৮ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১৪ বছর বয়সী কিশোর থেকে ৭৪ বছর বয়সী বৃদ্ধ। তবে তাদের কারও শরীরেই কোনো উপসর্গ ছিল না বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র।
ডা. শিল্পী জানান, সিভিল সার্জন অফিসে তার জন্য নিয়মিত খাবার দিয়ে যেতেন তার ছোট ভাই। সম্প্রতি ওই ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়।
গত ২১ এপ্রিল ফলাফল কভিড-১৯ পজিটিভ আসে তার। পরে সন্দেহ দূর করতে গত ২৩ এপ্রিল বাকি ১৮ সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়। এতে সাত বছরের এক শিশু ছাড়া অন্য সবার শরীরেই সংক্রমণ ধরা পড়ে।
শিল্পী আক্তার আরও জানান, বর্তমানে আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুও বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন।
জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জে মঙ্গলবার নতুন করে ৮৪ জনসহ মোট ৭৪২ জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪২ জন।