স্টাফ রিপোর্টারঃ ঢাকায় থাকা শ্রমিকদের দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালু করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে অনির্ধারিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় যে শ্রমিক আছে তাদের দিয়েই কারখানা চালু করবে। তবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই ঢাকার বাইরে থেকে শ্রমিক আনা যাবে না।
কারখানা মালিকদের সঙ্গে আলাপ ফলপ্রসূ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকরা কীভাবে আসবে যাবে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে সেটি তারা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চলবে। তবে এ সময়ের মধ্যে সকল শ্রমিকের বেতন পরিশোধ করতে হবে। তারা জানিয়েছেন মার্চ মাসের বেতন ৯৭ শতাংশ পরিশোধ করেছেন, এ মাসে সবার বেতন দিয়ে দিবেন।