ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ার অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০ দোকান

কুতুপালং বাজারে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ  উখিয়া উপজেলার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের অন্তত ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে বাজারের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া ভুট্টো মার্কেটে এ আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় জনতাও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

কুতুপালং বাজার ব্যবসায়ীর সভাপতি হেলাল উদ্দিন জানান,অগ্নিকাণ্ডে প্রায় ২০/২২টির মতো দোকান পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।তবে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে, চায়ের দোকান, মুদির দোকানসহ বিভিন্ন দোকান ছিল, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০/২৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা দেন এ প্রতিবেদককে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

উখিয়ার অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০ দোকান

আপডেট সময় ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  উখিয়া উপজেলার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের অন্তত ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে বাজারের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া ভুট্টো মার্কেটে এ আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় জনতাও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

কুতুপালং বাজার ব্যবসায়ীর সভাপতি হেলাল উদ্দিন জানান,অগ্নিকাণ্ডে প্রায় ২০/২২টির মতো দোকান পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।তবে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে, চায়ের দোকান, মুদির দোকানসহ বিভিন্ন দোকান ছিল, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০/২৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা দেন এ প্রতিবেদককে।