আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে কোয়ারেন্টিন অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় গ্রিসের লেসবস দ্বীপে দুই অভিবাসীকে গুলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট ক্যাম্প কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহত আশ্রয়প্রার্থী দুজনের একজন ইরানের, অন্যজন আফগানিস্তানের নাগরিক।
লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্প সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ দুই অভিবাসনপ্রত্যাশী বুধবার ছররা গুলিতে আহত হন। স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।
আহতরা পুলিশকে জানিয়েছেন, করোনাভাইরাসে প্রতিরোধে লকডাউনে থাকা ক্যাম্প থেকে বের হতে চাইলে গুলিবিদ্ধ হন তারা।চলতি সপ্তাহে দুটি ক্যাম্পে ও গ্রিসের মূল ভূখণ্ডে অভিবাসী হোটেলে ১৫০ জনের শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়েছে।
তবে লেসবসের ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত কারও শরীরে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। অবশ্য সেখানে ব্যাপকহারে করোনাভাইরাস পরীক্ষার তেমন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গ্রিসে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। মৃত্যু ১২১ জনের।