নওগাঁ স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে কারাবন্দি যুবলীগ নেতা মাসুদুর রহমানের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ত্রান সহায়তা দেওয়া হয়েছে । শুক্রবার মহাদেবপুর খাঁজুর ইউনিয়নের হরিষ চন্দ্রপুর এলাকার নিন্ম আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু সরবরাহ করা হয় ।
এ সময় অন্যনোর মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি নিপন বিশ্বাস, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ । ২৫০ জন দরিদ্র মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা হয় ।
উল্লেখ্য গত ১৫ এপ্রিল যুবলীগ নেতা মাসুদ কে আটক করে জেল হাজতে নেয় পুলিশ । আটক মাসুদের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, মহাদেবপুর বালু মহালের টেন্ডারের সর্বোচ্চ দরদাতা হিসাবে মাসুদের প্রতিষ্টান কাজ পায় । কিন্ত কাজ না দিয়ে উল্টো জেলা প্রশাসনের পক্ষ থেকে টেন্ডার জালিয়াতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ।