ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হাসি বেগম নামের এক স্কুল শিক্ষিকার বাসা থেকে ৫ কেজির করে ৬৭ ব্যাগ চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বন বিভাগ এলাকা সড়কে ওই শিক্ষিকার বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান এ চাল জব্দ করেছেন।
শিক্ষিকা হাসি বেগম ঝালকাঠির উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে ওই শিক্ষিকা রূহ আচরণ করেছে বলে জানা গেছে।
এনডিসি আহমেদ অহাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই শিক্ষিকার বাসায় অভিযান চালিয়ে প্রতি ব্যাগে ৫ কেজি করে মোট ৬৭ ব্যাগ চাল পাই।
আপাত এই চাল গুলো জব্দ করা হয়েছে। তবে ওই শিক্ষিকা দাবী করেছেন, এ চাল তিনি কিনে অসহায়দের মাঝে বিতরণে জন্য প্যাকেট করে রেখেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এনডিসি আহমেদ হাসান ।