ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শ্রমিকলীগ-ছাত্রলীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিন নেতাকর্মী Logo বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ : নূর Logo ক্যান্সারের মাঝেই নতুন রোগে আক্রান্ত হিনা খান Logo জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা Logo চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে খালেদা জিয়াকে Logo পাকিস্তানে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মজুদের সন্ধান মিলেছে Logo ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩ জন Logo চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ Logo আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল ড. ইউনূস Logo সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চাল বিতরণে অনিয়মের অভিযোগে যুবলীগ নেতার অর্থদণ্ড

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরের কাউখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ডিলার ও যুবলীগ নেতা মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত হাফিজুর রহমান ওই ইউনিয়নের যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, গত সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ১০ টাকা মূল্যের চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা।

তখন ২৪টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ২৪টি কার্ড জব্দ করে নিয়ে আসেন। তখন ওই সব কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ২৪টি কার্ডে বরাদ্দকৃত ১৪১০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে।

এ ঘটনায় ওই দিন মধ্য রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে সবার সম্মতিতে ও বিধি অনুযায়ী চালের দ্বিগুণ দাম হিসেবে ১ লাখ ২২ হাজার ৬৪২ টাকা ফেরতসহ ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পার্শ্ববর্তী ২ নম্বর আমড়াঝুড়ি ইউনিয়নের ডিলার সাঈদুর রহমানকে ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন ওই ডিলারের ডিলারশিপ বাতিলের কথা স্বীকার করে জানান, চাল বিতরণে অনিয়নের তথ্য মিললে তার ডিলারশিপ বাতিলসহ অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ডিলার মো. হাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি কোনো দুর্নীতি করিনি। প্রতি মাসের শেষ দিন পর্যন্ত আমি চাল বিতরণ করতে দোকান খোলা রাখি।

কার্ডধারীরা চাল না নিতে আসায় তা স্থানীয় গরিবদের দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তদন্ত টিমকে বললে তারা আমার কথার গুরুত্ব দেননি।

ট্যাগস
সর্বাধিক পঠিত

শ্রমিকলীগ-ছাত্রলীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিন নেতাকর্মী

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

চাল বিতরণে অনিয়মের অভিযোগে যুবলীগ নেতার অর্থদণ্ড

আপডেট সময় ০১:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরের কাউখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ডিলার ও যুবলীগ নেতা মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত হাফিজুর রহমান ওই ইউনিয়নের যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, গত সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ১০ টাকা মূল্যের চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা।

তখন ২৪টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ২৪টি কার্ড জব্দ করে নিয়ে আসেন। তখন ওই সব কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ২৪টি কার্ডে বরাদ্দকৃত ১৪১০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে।

এ ঘটনায় ওই দিন মধ্য রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে সবার সম্মতিতে ও বিধি অনুযায়ী চালের দ্বিগুণ দাম হিসেবে ১ লাখ ২২ হাজার ৬৪২ টাকা ফেরতসহ ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পার্শ্ববর্তী ২ নম্বর আমড়াঝুড়ি ইউনিয়নের ডিলার সাঈদুর রহমানকে ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন ওই ডিলারের ডিলারশিপ বাতিলের কথা স্বীকার করে জানান, চাল বিতরণে অনিয়নের তথ্য মিললে তার ডিলারশিপ বাতিলসহ অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ডিলার মো. হাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি কোনো দুর্নীতি করিনি। প্রতি মাসের শেষ দিন পর্যন্ত আমি চাল বিতরণ করতে দোকান খোলা রাখি।

কার্ডধারীরা চাল না নিতে আসায় তা স্থানীয় গরিবদের দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তদন্ত টিমকে বললে তারা আমার কথার গুরুত্ব দেননি।