ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে ব্রীজের রেলিংয়ে আরআরএফ এর সিইও’র ঝুলন্ত লাশ

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার পাশে সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় শামীম সুলতান (৩০) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি কর্মকর্তার (সিইও) লাশ উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্বচল উপ-শহরের ১৮ নং সেক্টরে এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাস পাতালের মর্গে প্রেরণ করে। এসময় তার শরীরে কর্মস্থলের পরিচয়পত্রসহ জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

পরিচয়পত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শামীম সুলতান রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি মেসে ভাড়া বাসার বাসিন্দা। আরআরএফ নামের একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিভাগের প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিল। তার পিতার নাম ফজলুর রহমান।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহিন ফরাজি গণমাধ্যমকে জানান, ওই যুবকের পকেট থেকে তার ভোটার আইডি কার্ড ও কর্মস্থলের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরে তার পরিবারকে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এসময় ওই যুবকের মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-হ-০৫-৫৪০২} জব্দ করা হয় #

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

রূপগঞ্জে ব্রীজের রেলিংয়ে আরআরএফ এর সিইও’র ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৪:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার পাশে সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় শামীম সুলতান (৩০) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি কর্মকর্তার (সিইও) লাশ উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্বচল উপ-শহরের ১৮ নং সেক্টরে এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাস পাতালের মর্গে প্রেরণ করে। এসময় তার শরীরে কর্মস্থলের পরিচয়পত্রসহ জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

পরিচয়পত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শামীম সুলতান রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি মেসে ভাড়া বাসার বাসিন্দা। আরআরএফ নামের একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিভাগের প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিল। তার পিতার নাম ফজলুর রহমান।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহিন ফরাজি গণমাধ্যমকে জানান, ওই যুবকের পকেট থেকে তার ভোটার আইডি কার্ড ও কর্মস্থলের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরে তার পরিবারকে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এসময় ওই যুবকের মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল (ঢাকা-মেট্রো-হ-০৫-৫৪০২} জব্দ করা হয় #