মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ডায়াবেটিস ও কিডনি সমস্যা নিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে ঢাকায় কুর্মিটলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কিশোর কুমার দাসের বাড়ি গোপালগঞ্জ সদরে, সে জেলার পুলিশ লাইনে কর্মরত।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মুঠোফোনে জানান, গত ৭ এপ্রিল শিবচরে ডিউটি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৬ বছর বয়সী কনস্টেবল কিশোর। পরে সেখান থেকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে তার নমুনা সংগ্রহ করে ওইদিনই ভর্তি করা হয় ঢাকার কুর্মিটলা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে মারা যায় কিশোর। এদিকে কিশোরের ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা ছিলো বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। সটট: আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর।