ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সোহাগ হত্যা মামলার আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে Logo মিটফোর্ডের ঘটনায় কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী Logo ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বললেন—বিমানে বোমা আছে Logo সিলেটে সুরমার পানি বাড়ছে, বিপৎসীমা ছুঁইছুঁই কুশিয়ারা Logo সোহাগ হত্যার দায়ে টিটন গাজী নামে আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫ Logo আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে বেরোবি যাচ্ছেন চার উপদেষ্টা Logo ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত Logo নড়াইলে মোল্লাও শেখ বংশের সংঘর্ষে নিহত ১

মাত করলো রজনীকান্ত ও বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো

বিনোদন ডেস্কঃ তামিল মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ উপভোগ করলেন বিশ্বের অগণিত দর্শক। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটায় ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত হয় বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো’য়ের এই বিশেষ পর্বটি।

চার দশক ধরে বড় পর্দা কাঁপিয়ে এই প্রথম টেলিভিশনের ছোট পর্দায় অভিষেক করলেন ‘থালাইভা’। তাই তার এই বিশেষ পর্বটি দেখার অধীর আগ্রহে ছিলেন অগণিত ভক্ত-দর্শক।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় টিভি তারকা বিয়ার গ্রিলসের সঙ্গে রজনীকান্তের অভিযান ঘিরে ইন্টারনেটে ট্রেন্ডিং চলছেই। সোমবার টুইটারে শীর্ষ ট্রেন্ড ছিল #থালাইভাঅনডিসকভারি ও #রজনীকান্ত। তবে যারা দেখেছেন এই বিশেষ পর্বটি তারা সত্যিই নিজেদের সামলে রাখতে পারেননি। একের পর এক অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

ভারতের কর্ণাটকে অবস্থিত বান্দিপুর টাইগার রিজার্ভ ও জাতীয় উদ্যানে শুট করা হয়েছিল ‘ইনটু দ্য ওয়াইল্ড’র এই বিশেষ পর্বটি। বিয়ার গ্রিলস ঠিক যেভাবে প্রচারণা চালাচ্ছিলেন, যেন তার চেয়েও বেশি কিছুই দর্শকরা উপভোগ করেছেন ছোট পর্দায়।

৫০ ফুট উঁচু পুরনো লোহার সেতু পাড়ি দেওয়া, বিপজ্জনক জলাশয় হেঁটে হেঁটে পাড়ি দেওয়া সত্যিই দুর্ধর্ষ ছিল। নিছক বানোয়াট নয়, অপরিসীম সাহস দেখিয়েছেন ৬৯ বছর বয়সী থালাইভা।

নেটিজেনরা মত প্রকাশ করছেন, বিয়ার গ্রিলস বারবার যা বলেছেন তা সত্যিই। রজনীকান্ত একটি অনুপ্রেরণার নাম। তিনি সত্যিই দেখিয়ে দিয়েছেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র’।

থালাইভার পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে। অনেকেই বলেন, এতটা স্টাইলিশ ও মনোরম থালাইভা আবারও মুগ্ধ করেছেন সবাইকে। শুধু বড় পর্দায় নয়, জঙ্গলেও সমান জাদু দেখালেন তিনি। আরেকজন বলেন, চ্যালেঞ্জগুলো খুব বেশি কঠিন ছিল না হয়ত, তবুও রজনীকান্ত এই বয়সেও তা দারুণভাবে সম্পন্ন করলেন। আর তার কথাগুলোও ছিল মনোমুগ্ধকর। আর বিয়ার গ্রিলসও ছিলেন দুর্দান্ত।

চলতি বছরের জানুয়ারি মাসেই ‘মান ভার্সেস ওয়াইল্ড’র বিশেষ পর্বটির শুট করা হয়। তখন জানা গিয়েছিল, কিছুটা আহতও হয়েছিলেন রজনীকান্ত। তবে এটা সামান্যই ছিল।

উপমহাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিয়ার গ্রিলসের অভিযানে অংশ নিলেন রজনীকান্ত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখন্ডের একটি জাতীয় উদ্যানে বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে যান। বিশ্বের পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধিই ছিল সেই বিশেষ পর্বের লক্ষ্য।

ট্যাগস

সোহাগ হত্যা মামলার আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

মাত করলো রজনীকান্ত ও বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো

আপডেট সময় ০৬:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

বিনোদন ডেস্কঃ তামিল মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ উপভোগ করলেন বিশ্বের অগণিত দর্শক। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটায় ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত হয় বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো’য়ের এই বিশেষ পর্বটি।

চার দশক ধরে বড় পর্দা কাঁপিয়ে এই প্রথম টেলিভিশনের ছোট পর্দায় অভিষেক করলেন ‘থালাইভা’। তাই তার এই বিশেষ পর্বটি দেখার অধীর আগ্রহে ছিলেন অগণিত ভক্ত-দর্শক।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় টিভি তারকা বিয়ার গ্রিলসের সঙ্গে রজনীকান্তের অভিযান ঘিরে ইন্টারনেটে ট্রেন্ডিং চলছেই। সোমবার টুইটারে শীর্ষ ট্রেন্ড ছিল #থালাইভাঅনডিসকভারি ও #রজনীকান্ত। তবে যারা দেখেছেন এই বিশেষ পর্বটি তারা সত্যিই নিজেদের সামলে রাখতে পারেননি। একের পর এক অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

ভারতের কর্ণাটকে অবস্থিত বান্দিপুর টাইগার রিজার্ভ ও জাতীয় উদ্যানে শুট করা হয়েছিল ‘ইনটু দ্য ওয়াইল্ড’র এই বিশেষ পর্বটি। বিয়ার গ্রিলস ঠিক যেভাবে প্রচারণা চালাচ্ছিলেন, যেন তার চেয়েও বেশি কিছুই দর্শকরা উপভোগ করেছেন ছোট পর্দায়।

৫০ ফুট উঁচু পুরনো লোহার সেতু পাড়ি দেওয়া, বিপজ্জনক জলাশয় হেঁটে হেঁটে পাড়ি দেওয়া সত্যিই দুর্ধর্ষ ছিল। নিছক বানোয়াট নয়, অপরিসীম সাহস দেখিয়েছেন ৬৯ বছর বয়সী থালাইভা।

নেটিজেনরা মত প্রকাশ করছেন, বিয়ার গ্রিলস বারবার যা বলেছেন তা সত্যিই। রজনীকান্ত একটি অনুপ্রেরণার নাম। তিনি সত্যিই দেখিয়ে দিয়েছেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র’।

থালাইভার পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে। অনেকেই বলেন, এতটা স্টাইলিশ ও মনোরম থালাইভা আবারও মুগ্ধ করেছেন সবাইকে। শুধু বড় পর্দায় নয়, জঙ্গলেও সমান জাদু দেখালেন তিনি। আরেকজন বলেন, চ্যালেঞ্জগুলো খুব বেশি কঠিন ছিল না হয়ত, তবুও রজনীকান্ত এই বয়সেও তা দারুণভাবে সম্পন্ন করলেন। আর তার কথাগুলোও ছিল মনোমুগ্ধকর। আর বিয়ার গ্রিলসও ছিলেন দুর্দান্ত।

চলতি বছরের জানুয়ারি মাসেই ‘মান ভার্সেস ওয়াইল্ড’র বিশেষ পর্বটির শুট করা হয়। তখন জানা গিয়েছিল, কিছুটা আহতও হয়েছিলেন রজনীকান্ত। তবে এটা সামান্যই ছিল।

উপমহাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিয়ার গ্রিলসের অভিযানে অংশ নিলেন রজনীকান্ত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখন্ডের একটি জাতীয় উদ্যানে বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে যান। বিশ্বের পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধিই ছিল সেই বিশেষ পর্বের লক্ষ্য।