ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আল-আসাদ Logo নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা Logo ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব Logo বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় Logo নওগাঁয় চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানব বন্ধন Logo নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা Logo সেবা প্রার্থীদের বিশ্রামের জন্য নিজ উদ্যোগে ব্রেঞ্চ দিলেন বেলাল Logo বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হার Logo মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমণি Logo বাংলাদেশের সঙ্গে ভারত ব্যবসা বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

মাত করলো রজনীকান্ত ও বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো

বিনোদন ডেস্কঃ তামিল মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ উপভোগ করলেন বিশ্বের অগণিত দর্শক। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটায় ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত হয় বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো’য়ের এই বিশেষ পর্বটি।

চার দশক ধরে বড় পর্দা কাঁপিয়ে এই প্রথম টেলিভিশনের ছোট পর্দায় অভিষেক করলেন ‘থালাইভা’। তাই তার এই বিশেষ পর্বটি দেখার অধীর আগ্রহে ছিলেন অগণিত ভক্ত-দর্শক।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় টিভি তারকা বিয়ার গ্রিলসের সঙ্গে রজনীকান্তের অভিযান ঘিরে ইন্টারনেটে ট্রেন্ডিং চলছেই। সোমবার টুইটারে শীর্ষ ট্রেন্ড ছিল #থালাইভাঅনডিসকভারি ও #রজনীকান্ত। তবে যারা দেখেছেন এই বিশেষ পর্বটি তারা সত্যিই নিজেদের সামলে রাখতে পারেননি। একের পর এক অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

ভারতের কর্ণাটকে অবস্থিত বান্দিপুর টাইগার রিজার্ভ ও জাতীয় উদ্যানে শুট করা হয়েছিল ‘ইনটু দ্য ওয়াইল্ড’র এই বিশেষ পর্বটি। বিয়ার গ্রিলস ঠিক যেভাবে প্রচারণা চালাচ্ছিলেন, যেন তার চেয়েও বেশি কিছুই দর্শকরা উপভোগ করেছেন ছোট পর্দায়।

৫০ ফুট উঁচু পুরনো লোহার সেতু পাড়ি দেওয়া, বিপজ্জনক জলাশয় হেঁটে হেঁটে পাড়ি দেওয়া সত্যিই দুর্ধর্ষ ছিল। নিছক বানোয়াট নয়, অপরিসীম সাহস দেখিয়েছেন ৬৯ বছর বয়সী থালাইভা।

নেটিজেনরা মত প্রকাশ করছেন, বিয়ার গ্রিলস বারবার যা বলেছেন তা সত্যিই। রজনীকান্ত একটি অনুপ্রেরণার নাম। তিনি সত্যিই দেখিয়ে দিয়েছেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র’।

থালাইভার পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে। অনেকেই বলেন, এতটা স্টাইলিশ ও মনোরম থালাইভা আবারও মুগ্ধ করেছেন সবাইকে। শুধু বড় পর্দায় নয়, জঙ্গলেও সমান জাদু দেখালেন তিনি। আরেকজন বলেন, চ্যালেঞ্জগুলো খুব বেশি কঠিন ছিল না হয়ত, তবুও রজনীকান্ত এই বয়সেও তা দারুণভাবে সম্পন্ন করলেন। আর তার কথাগুলোও ছিল মনোমুগ্ধকর। আর বিয়ার গ্রিলসও ছিলেন দুর্দান্ত।

চলতি বছরের জানুয়ারি মাসেই ‘মান ভার্সেস ওয়াইল্ড’র বিশেষ পর্বটির শুট করা হয়। তখন জানা গিয়েছিল, কিছুটা আহতও হয়েছিলেন রজনীকান্ত। তবে এটা সামান্যই ছিল।

উপমহাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিয়ার গ্রিলসের অভিযানে অংশ নিলেন রজনীকান্ত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখন্ডের একটি জাতীয় উদ্যানে বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে যান। বিশ্বের পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধিই ছিল সেই বিশেষ পর্বের লক্ষ্য।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আল-আসাদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মাত করলো রজনীকান্ত ও বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো

আপডেট সময় ০৬:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

বিনোদন ডেস্কঃ তামিল মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ উপভোগ করলেন বিশ্বের অগণিত দর্শক। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটায় ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত হয় বিয়ার গ্রিলসের সার্ভাইভাল শো’য়ের এই বিশেষ পর্বটি।

চার দশক ধরে বড় পর্দা কাঁপিয়ে এই প্রথম টেলিভিশনের ছোট পর্দায় অভিষেক করলেন ‘থালাইভা’। তাই তার এই বিশেষ পর্বটি দেখার অধীর আগ্রহে ছিলেন অগণিত ভক্ত-দর্শক।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় টিভি তারকা বিয়ার গ্রিলসের সঙ্গে রজনীকান্তের অভিযান ঘিরে ইন্টারনেটে ট্রেন্ডিং চলছেই। সোমবার টুইটারে শীর্ষ ট্রেন্ড ছিল #থালাইভাঅনডিসকভারি ও #রজনীকান্ত। তবে যারা দেখেছেন এই বিশেষ পর্বটি তারা সত্যিই নিজেদের সামলে রাখতে পারেননি। একের পর এক অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

ভারতের কর্ণাটকে অবস্থিত বান্দিপুর টাইগার রিজার্ভ ও জাতীয় উদ্যানে শুট করা হয়েছিল ‘ইনটু দ্য ওয়াইল্ড’র এই বিশেষ পর্বটি। বিয়ার গ্রিলস ঠিক যেভাবে প্রচারণা চালাচ্ছিলেন, যেন তার চেয়েও বেশি কিছুই দর্শকরা উপভোগ করেছেন ছোট পর্দায়।

৫০ ফুট উঁচু পুরনো লোহার সেতু পাড়ি দেওয়া, বিপজ্জনক জলাশয় হেঁটে হেঁটে পাড়ি দেওয়া সত্যিই দুর্ধর্ষ ছিল। নিছক বানোয়াট নয়, অপরিসীম সাহস দেখিয়েছেন ৬৯ বছর বয়সী থালাইভা।

নেটিজেনরা মত প্রকাশ করছেন, বিয়ার গ্রিলস বারবার যা বলেছেন তা সত্যিই। রজনীকান্ত একটি অনুপ্রেরণার নাম। তিনি সত্যিই দেখিয়ে দিয়েছেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র’।

থালাইভার পারফরম্যান্স মুগ্ধ করেছে সবাইকে। অনেকেই বলেন, এতটা স্টাইলিশ ও মনোরম থালাইভা আবারও মুগ্ধ করেছেন সবাইকে। শুধু বড় পর্দায় নয়, জঙ্গলেও সমান জাদু দেখালেন তিনি। আরেকজন বলেন, চ্যালেঞ্জগুলো খুব বেশি কঠিন ছিল না হয়ত, তবুও রজনীকান্ত এই বয়সেও তা দারুণভাবে সম্পন্ন করলেন। আর তার কথাগুলোও ছিল মনোমুগ্ধকর। আর বিয়ার গ্রিলসও ছিলেন দুর্দান্ত।

চলতি বছরের জানুয়ারি মাসেই ‘মান ভার্সেস ওয়াইল্ড’র বিশেষ পর্বটির শুট করা হয়। তখন জানা গিয়েছিল, কিছুটা আহতও হয়েছিলেন রজনীকান্ত। তবে এটা সামান্যই ছিল।

উপমহাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিয়ার গ্রিলসের অভিযানে অংশ নিলেন রজনীকান্ত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখন্ডের একটি জাতীয় উদ্যানে বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে যান। বিশ্বের পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধিই ছিল সেই বিশেষ পর্বের লক্ষ্য।