ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শ্রমিকলীগ-ছাত্রলীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিন নেতাকর্মী Logo বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ : নূর Logo ক্যান্সারের মাঝেই নতুন রোগে আক্রান্ত হিনা খান Logo জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা Logo চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে খালেদা জিয়াকে Logo পাকিস্তানে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মজুদের সন্ধান মিলেছে Logo ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩ জন Logo চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ Logo আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল ড. ইউনূস Logo সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

বেতন কমে যাচ্ছে রোনালদো-দিবালাদের

ক্রীড়া ডেস্কঃ  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৫ জনের। অন্যদিকে  ইতালিতে একদিনেই ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা ভাইরাসে দেশটির মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে। 

এর মাধ্যমে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। তাছাড়া ইতালিতে মোট আক্রান্তের সংখ্যাও এরই মধ্যে ৪৭ হাজার ২১ জন ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

করোনার প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। বন্ধ হয়ে গেছে ইউরোপের জমজমাট সব লিগগুলো। তাতে বড়সর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

তাইতো ইতালিয়ান সেরি’আ লিগ সিদ্ধান্ত নিয়েছে তাদের ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়দের বেতন কমানোর। ক্ষতি পুষিয়ে আর্থিক ভারসম্য আনার জন্য ইতোমধ্যে তারা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।

সেরি’আ লিগে বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এ বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান গ্যাব্রিয়েলে গ্রাভানি বলেছেন, ‘বেতন কমানোটাকে নিষিদ্ধ বিষয় ভাবলে চলবে না।

আমাদের বুঝতে হবে যে চলমান জরুরি অবস্থা সবাইকেই ক্ষতিগ্রস্থ করছে। পুরো বিশ্বই ক্ষতিগ্রস্থ হচ্ছে, বদলে যাচ্ছে। আমরা আর্থিক সামঞ্জস্যতা ফেরাতে আগ্রহী। সে কারণে সবকিছু বিবেচনা করে আমাদের একটি সমীক্ষা চালাতে হবে।’

উল্লেখ্য, সেরি আ লিগের ক্লাব জুভেন্তাসের হয়ে পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ৩১ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন।  আর আর্জেন্টাইন পাওলো দিবালার বেতন ১২.৫২ মিলিয়ন ইউরো।

ট্যাগস
সর্বাধিক পঠিত

শ্রমিকলীগ-ছাত্রলীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিন নেতাকর্মী

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বেতন কমে যাচ্ছে রোনালদো-দিবালাদের

আপডেট সময় ০২:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

ক্রীড়া ডেস্কঃ  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৫ জনের। অন্যদিকে  ইতালিতে একদিনেই ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা ভাইরাসে দেশটির মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে। 

এর মাধ্যমে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। তাছাড়া ইতালিতে মোট আক্রান্তের সংখ্যাও এরই মধ্যে ৪৭ হাজার ২১ জন ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

করোনার প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। বন্ধ হয়ে গেছে ইউরোপের জমজমাট সব লিগগুলো। তাতে বড়সর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

তাইতো ইতালিয়ান সেরি’আ লিগ সিদ্ধান্ত নিয়েছে তাদের ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়দের বেতন কমানোর। ক্ষতি পুষিয়ে আর্থিক ভারসম্য আনার জন্য ইতোমধ্যে তারা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।

সেরি’আ লিগে বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এ বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান গ্যাব্রিয়েলে গ্রাভানি বলেছেন, ‘বেতন কমানোটাকে নিষিদ্ধ বিষয় ভাবলে চলবে না।

আমাদের বুঝতে হবে যে চলমান জরুরি অবস্থা সবাইকেই ক্ষতিগ্রস্থ করছে। পুরো বিশ্বই ক্ষতিগ্রস্থ হচ্ছে, বদলে যাচ্ছে। আমরা আর্থিক সামঞ্জস্যতা ফেরাতে আগ্রহী। সে কারণে সবকিছু বিবেচনা করে আমাদের একটি সমীক্ষা চালাতে হবে।’

উল্লেখ্য, সেরি আ লিগের ক্লাব জুভেন্তাসের হয়ে পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ৩১ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন।  আর আর্জেন্টাইন পাওলো দিবালার বেতন ১২.৫২ মিলিয়ন ইউরো।