নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারীতে দুটি এলাকায় হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। নীলফামারী থানা ও সামী ইলেকট্রনিক্স এই উদ্যোগ নিয়েছে।
আজ দুপুর থেকে এই ব্যবস্থা উন্মুক্ত করে দেয়া হয় নীলফামারী থানা ও শহরের পৌর সুপার মার্কেটে অবস্থিত সামী ইলেকট্রনিক্স দোকানের সামনে।
সামীইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী আখতার হোসেন স্বপন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নত থাকতে হবে। বিশেষ করে হাত পরিষ্কার রাখতে হবে।
এজন্য যারা এখানে আসবেন তারা এখানে হাত ধৌঁত করে নিতে পারেন। নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
যে যেভাবে পারি এগিয়ে আসতে হবে। এজন্য থানায় আগতরা পরিষ্কার করে হাত ধুয়ে নিতে পারবেন। এর ফলে ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।
এদিকে বাজার মনিটরিং এর অংশ হিসেবে নীলফামারী সদর ও সৈয়দপুরে বাজার পরিদর্শন করেছে ভ্রাম্যমান আদালত। নীলফামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার ও সৈয়দপুরে সহকারী কমিশনার(ভুমি) পরিমল কুমার সরকার এতে নেতৃত্ব দেন।