ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে আনিস-সালমান

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শনিবার এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগ।

প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ জানান, গত মাসে তাদের চারদিন করে রিমান্ডের আদেশ দেয় আদালত। ৯ থেকে ১২ সেপ্টেম্বর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, শাওন ঢাকার আশুলিয়া এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বেচতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ অগাস্ট তিনি বাইপাইল মোড়ে আরএমএসটি ভবনের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়।

এ ঘটনায় শাওনের বড় ভাই তৌহিদুল মিয়া ১৮ জনের নাম উল্লেখ করে অচেনা আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

রিমান্ড শেষে কারাগারে আনিস-সালমান

আপডেট সময় ০৫:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শনিবার এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগ।

প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ জানান, গত মাসে তাদের চারদিন করে রিমান্ডের আদেশ দেয় আদালত। ৯ থেকে ১২ সেপ্টেম্বর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, শাওন ঢাকার আশুলিয়া এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বেচতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ অগাস্ট তিনি বাইপাইল মোড়ে আরএমএসটি ভবনের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়।

এ ঘটনায় শাওনের বড় ভাই তৌহিদুল মিয়া ১৮ জনের নাম উল্লেখ করে অচেনা আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471