ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চীনে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় ৩০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বর্ষণের কারণে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, মৃত্যুর ঘটনাগুলো বেইজিংয়ের উত্তরের পার্বত্য জেলা মিয়ুন ও ইয়ানছিংয়ে ঘটেছে। কয়েকদিনের মধ্যে বেইজিংয়ে প্রায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেইজিংয়ে গত বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়। সোমবার তা বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে তীব্র আকার ধারণ করে। শিনহুয়া জানায়, বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। শহরটির বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৬০০ মিলিমিটার।

শিনহুয়া আরও জানায়, বৃষ্টিপাত শুরু হলে বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি হয়েছে। সোমবার রাত ১২টা পর্যন্ত ১৩৬টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সবচেয়ে তীব্র বৃষ্টিপাত হয় শনিবার বেইজিংয়ের পাহাড়ি হুয়াইরো এলাকায়। সেখানে এক ঘণ্টায় ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানছিংয়ে ২ জন মারা গেছেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম মৃত্যুর সময় বা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।

সোমবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিং এবং হেবেই, জিলিন ও শানডং প্রদেশে “গুরুতর প্রাণহানি ও সম্পদের ক্ষতি” হয়েছে এবং তিনি “সর্বাত্মক উদ্ধার তৎপরতা” চালানোর নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী লি ছিয়াংও বলেছেন, বেইজিংয়ের মিয়ুন জেলায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় “গুরুতর প্রাণহানি” ঘটেছে।

সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়।

ট্যাগস

চীনে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় ৩০ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বর্ষণের কারণে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, মৃত্যুর ঘটনাগুলো বেইজিংয়ের উত্তরের পার্বত্য জেলা মিয়ুন ও ইয়ানছিংয়ে ঘটেছে। কয়েকদিনের মধ্যে বেইজিংয়ে প্রায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেইজিংয়ে গত বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়। সোমবার তা বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে তীব্র আকার ধারণ করে। শিনহুয়া জানায়, বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। শহরটির বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৬০০ মিলিমিটার।

শিনহুয়া আরও জানায়, বৃষ্টিপাত শুরু হলে বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি হয়েছে। সোমবার রাত ১২টা পর্যন্ত ১৩৬টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সবচেয়ে তীব্র বৃষ্টিপাত হয় শনিবার বেইজিংয়ের পাহাড়ি হুয়াইরো এলাকায়। সেখানে এক ঘণ্টায় ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানছিংয়ে ২ জন মারা গেছেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম মৃত্যুর সময় বা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।

সোমবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিং এবং হেবেই, জিলিন ও শানডং প্রদেশে “গুরুতর প্রাণহানি ও সম্পদের ক্ষতি” হয়েছে এবং তিনি “সর্বাত্মক উদ্ধার তৎপরতা” চালানোর নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী লি ছিয়াংও বলেছেন, বেইজিংয়ের মিয়ুন জেলায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় “গুরুতর প্রাণহানি” ঘটেছে।

সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়।