ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
আয়োজক: বি. এম. সাবাব ফাউন্ডেশন

সিলেটে দাওয়াহ ও ভ্রাতৃত্ববোধ জাগরণে সেমিনার

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বি. এম. সাবাব

ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজ নিপীড়িত ও নির্যাতিত। এমন সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। এ বাস্তবতা উপলব্ধি করেই আন্তর্জাতিক সেবামূলক সংস্থা বি. এম. সাবাব ফাউন্ডেশন সিলেটের খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল হিদায়া-তে আয়োজন করে এক বিশেষ দাওয়াহ ও সচেতনতামূলক সেমিনার

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বি. এম. সাবাব এবং মহাসচিব শফিউর কবির চৌধুরী
প্রধান বক্তার বক্তব্যে বি. এম. সাবাব বলেন,

“আজ সারা বিশ্বে মুসলমানরা ইয়াহুদি, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ—বিভিন্ন শক্তির হাতে নির্যাতিত হচ্ছে। এ সময়ে আমাদের ঈমানী দায়িত্ব নির্যাতিতদের পাশে দাঁড়ানো। যুগে যুগে দ্বীনের দাওয়াহ ও মানবতার সেবার দায়িত্ব পালন করেছেন আলোকিত, দায়িত্বশীল ব্যক্তিরা। আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করছি।”

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, সিলেট।

সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম, ছাত্র, সমাজসেবক ও সচেতন নাগরিকগণ এই সেমিনারে অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মিশরের ফিলিস্তিন ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা কয়েকজন তরুণও উপস্থিত ছিলেন এবং তারা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সেমিনারে বক্তারা দাওয়াহ কাজের ঐতিহাসিক প্রেক্ষাপট, মুসলিম উম্মাহর করণীয়, এবং নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর ধর্মীয় ও মানবিক গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আয়োজক: বি. এম. সাবাব ফাউন্ডেশন

সিলেটে দাওয়াহ ও ভ্রাতৃত্ববোধ জাগরণে সেমিনার

আপডেট সময় ১০:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজ নিপীড়িত ও নির্যাতিত। এমন সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। এ বাস্তবতা উপলব্ধি করেই আন্তর্জাতিক সেবামূলক সংস্থা বি. এম. সাবাব ফাউন্ডেশন সিলেটের খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল হিদায়া-তে আয়োজন করে এক বিশেষ দাওয়াহ ও সচেতনতামূলক সেমিনার

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বি. এম. সাবাব এবং মহাসচিব শফিউর কবির চৌধুরী
প্রধান বক্তার বক্তব্যে বি. এম. সাবাব বলেন,

“আজ সারা বিশ্বে মুসলমানরা ইয়াহুদি, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ—বিভিন্ন শক্তির হাতে নির্যাতিত হচ্ছে। এ সময়ে আমাদের ঈমানী দায়িত্ব নির্যাতিতদের পাশে দাঁড়ানো। যুগে যুগে দ্বীনের দাওয়াহ ও মানবতার সেবার দায়িত্ব পালন করেছেন আলোকিত, দায়িত্বশীল ব্যক্তিরা। আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করছি।”

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, সিলেট।

সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম, ছাত্র, সমাজসেবক ও সচেতন নাগরিকগণ এই সেমিনারে অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মিশরের ফিলিস্তিন ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা কয়েকজন তরুণও উপস্থিত ছিলেন এবং তারা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সেমিনারে বক্তারা দাওয়াহ কাজের ঐতিহাসিক প্রেক্ষাপট, মুসলিম উম্মাহর করণীয়, এবং নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর ধর্মীয় ও মানবিক গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।