রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় অপর ট্রাকের চালক ও তার হেলপার মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর উপজেলার পুরনো তেল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
এতে ট্রাকের চালক রাজু আহমেদ (৩২) ও হেলপার এরফান ওরফে মিন্টু (২৮) মারা যান। তারা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।
যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোটার : 





















