ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রবিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন আরও ১৭ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। গত ১৮ মার্চ যুদ্ধ বিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করলে তারপর থেকে নিহত হন ২ হাজার ১৫১ জন ফিলিস্তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রবিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন আরও ১৭ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। গত ১৮ মার্চ যুদ্ধ বিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করলে তারপর থেকে নিহত হন ২ হাজার ১৫১ জন ফিলিস্তিনি।