ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৬৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশিই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। এ ছাড়া ইসরায়েলি বাহিনী গাজার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার।

সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ১৭ হাজারে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৬৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশিই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। এ ছাড়া ইসরায়েলি বাহিনী গাজার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার।

সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ১৭ হাজারে।