ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ইসি

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ের আয়োজন করেছে। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই আমন্ত্রিত দেশগুলোর দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ব্রিফিংয়ে নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

ট্যাগস

সর্বাধিক পঠিত

১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ইসি

আপডেট সময় ০২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ের আয়োজন করেছে। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই আমন্ত্রিত দেশগুলোর দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ব্রিফিংয়ে নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।