প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ১৯ ডিসেম্বর মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল–আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল–তায়েব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল–আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান।
প্রফেসর ইউনূস আগামীকাল অনুষ্ঠেয় ডি–৮ সম্মেলনে যোগদান করতে গতকাল রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ডি–৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানসহ সংগঠননের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন।
মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। মিশরের কায়রোতে এবারের ১১তম ডি–৮ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো‘স ইকোনমি’। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করে আন্তর্জাতিক এ সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও এর মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এর সদস্য।