ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে তরুণকে হত্যা

গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে  আধিপত্য বিস্তার নিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত তরুণের নাম মো. হাসান (২৪)। তিনি নগরের দক্ষিণ দুর্গাপুরসংলগ্ন দৌলতপুরের মো. জসিমের ছেলে।

স্থানীয় লোকজনের ভাষ্য, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর এলাকায় স্থানীয় রাজীব খান গ্রুপ ও মো. মসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় ঠাকুরপাড়ায় মো. হাসানকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে তরুণকে হত্যা

আপডেট সময় ১২:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে  আধিপত্য বিস্তার নিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত তরুণের নাম মো. হাসান (২৪)। তিনি নগরের দক্ষিণ দুর্গাপুরসংলগ্ন দৌলতপুরের মো. জসিমের ছেলে।

স্থানীয় লোকজনের ভাষ্য, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর এলাকায় স্থানীয় রাজীব খান গ্রুপ ও মো. মসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় ঠাকুরপাড়ায় মো. হাসানকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।