ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার
দিন ভর ছিল নানা আয়োজন

বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মিলন মেলা

দিনভর নানা অনুষ্টানে আনন্দে মাতলেন বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রায় ৩ হাজার সদস্য । জমকালো আয়োজনে বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মিলন মেলার এ উৎসব চলে শহরের জগত সিংহ পুর । সেখানে সংস্থার নিজস্ব হল রুমে এক আলোচনা সভা করা হয় । এর আগে দিন ব্যাপী এ উৎসবের  উদ্বোধণ করেন সময় টিভির নওগাঁর রিপোর্টার এম আর রকি ।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট । সংস্থার প্রতিষ্টাতা সভাপতি নজরুল ইসলাম । বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রহমান । নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু প্রমুখ ।  অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় । 

ব্যাতিক্রমী এ আয়োজনে নওগাঁ যোনের প্রায় ৩ হাজার সস্যদের করা হয় সম্মানিত । কুইজ প্রতিযোগিতা, ছাড়াও প্রত্যেক সদস্যদের দেওয়া হয় সম্মননা উপহার । এ আগে এক আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় সংস্থার উপকার ভুগীদের অগ্রাধিকার দিয়ে আসছে ।

তিনি বলেন বন্ধু মিতালী ফাউন্ডেশন পরিচালনা পরিষদের নীতি হলো অংশীদারীদের সুখে দু:খে তাদের পাশে থেকে কাজ করা । তাই প্রতি বছর সদস্যদের নিয়ে দিন ভর মিলন মেলার আয়োজন করে আসছে । এ ছাড়া বিভিন্ন সময় এসব অংশীদারীদের মাঝে সেবা সুফল পৌছে দিয়ে থাকে । আগামীতে আরো সেবা সদস্যদের দোর গোড়ায় পৌছে দিতে কাজ করার কথা জানান নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু ।

অনুষ্টানে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন

প্রায় ৩ হাজার সদস্যদের নিয়ে দিন ভর এ আয়োজনে দুপুরে প্রীতি ভোজ শেষে র‌্যাফেল ড্রর মাধ্যমে প্রায় দুশো মুল্যবান পুরুস্কার দেওয়া হয় । ছাড়া শুভেচ্ছা সস্মননা প্রদান করা হয় প্রত্যেক সদস্যদের মাঝে ।  চলতি মাসে বিভিন্ন শাখায় এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানায় সংস্থা টি ।

ট্যাগস

সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

দিন ভর ছিল নানা আয়োজন

বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মিলন মেলা

আপডেট সময় ১১:৩৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

দিনভর নানা অনুষ্টানে আনন্দে মাতলেন বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রায় ৩ হাজার সদস্য । জমকালো আয়োজনে বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মিলন মেলার এ উৎসব চলে শহরের জগত সিংহ পুর । সেখানে সংস্থার নিজস্ব হল রুমে এক আলোচনা সভা করা হয় । এর আগে দিন ব্যাপী এ উৎসবের  উদ্বোধণ করেন সময় টিভির নওগাঁর রিপোর্টার এম আর রকি ।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট । সংস্থার প্রতিষ্টাতা সভাপতি নজরুল ইসলাম । বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রহমান । নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু প্রমুখ ।  অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় । 

ব্যাতিক্রমী এ আয়োজনে নওগাঁ যোনের প্রায় ৩ হাজার সস্যদের করা হয় সম্মানিত । কুইজ প্রতিযোগিতা, ছাড়াও প্রত্যেক সদস্যদের দেওয়া হয় সম্মননা উপহার । এ আগে এক আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় সংস্থার উপকার ভুগীদের অগ্রাধিকার দিয়ে আসছে ।

তিনি বলেন বন্ধু মিতালী ফাউন্ডেশন পরিচালনা পরিষদের নীতি হলো অংশীদারীদের সুখে দু:খে তাদের পাশে থেকে কাজ করা । তাই প্রতি বছর সদস্যদের নিয়ে দিন ভর মিলন মেলার আয়োজন করে আসছে । এ ছাড়া বিভিন্ন সময় এসব অংশীদারীদের মাঝে সেবা সুফল পৌছে দিয়ে থাকে । আগামীতে আরো সেবা সদস্যদের দোর গোড়ায় পৌছে দিতে কাজ করার কথা জানান নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু ।

অনুষ্টানে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন

প্রায় ৩ হাজার সদস্যদের নিয়ে দিন ভর এ আয়োজনে দুপুরে প্রীতি ভোজ শেষে র‌্যাফেল ড্রর মাধ্যমে প্রায় দুশো মুল্যবান পুরুস্কার দেওয়া হয় । ছাড়া শুভেচ্ছা সস্মননা প্রদান করা হয় প্রত্যেক সদস্যদের মাঝে ।  চলতি মাসে বিভিন্ন শাখায় এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানায় সংস্থা টি ।