ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস: নিহত চার, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেক্স : নাইজেরিয়ায় ২২তলা ভবন ধসের পর উদ্ধার অভিযান অব্যাহত আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ার লাগোসে ভবন ধসের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন। এখন পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। এর আগে সেখানকার যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায়- ধসে পড়া ভবনের জায়গায় বহু মানুষের জটলা।

তবে সেখানে কত সংখ্যক মানুষ আটকা পড়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য নেই। স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে ভবন ধসে পড়ার নির্দিষ্ট কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।

সেখানে উদ্ধার তৎপরতায় গতি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি।

ট্যাগস

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস: নিহত চার, নিখোঁজ অনেকে

আপডেট সময় ১২:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেক্স : নাইজেরিয়ায় ২২তলা ভবন ধসের পর উদ্ধার অভিযান অব্যাহত আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ার লাগোসে ভবন ধসের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন। এখন পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। এর আগে সেখানকার যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায়- ধসে পড়া ভবনের জায়গায় বহু মানুষের জটলা।

তবে সেখানে কত সংখ্যক মানুষ আটকা পড়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য নেই। স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে ভবন ধসে পড়ার নির্দিষ্ট কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।

সেখানে উদ্ধার তৎপরতায় গতি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি।