ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিকাসোর শিল্পকর্ম বিক্রি হলো ৯৪১ কোটি টাকায়

পিকাসোর শিল্পকর্ম বিক্রি হলো ৯৪১ কোটি টাকায়

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে দুই দশকের বেশি সময় ধরে প্রদর্শিত হওয়া পাবলো পিকাসোর এগারোটি শিল্পকর্ম নিলামে ১১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৯৪১ কোটি টাকা দাম পেয়েছে।

এ শিল্পকর্মগুলোর মালিকানা ছিল এমজিএম রিসোর্টসের হাতে। যা প্রদর্শিত হচ্ছিল বেল্লাজিও হোটেলের পিকাসো রেস্টুরেন্টে।

প্রতিষ্ঠানটি বলছে, শনিবারের এ নিলাম তাদের শিল্পকর্ম সংগ্রহের বৈচিত্র্যকে বাড়াতে সাহায্য করবে।

১৯৭৩ সালে প্রয়াত স্প্যানিশ শিল্পীর এ সংগ্রহে ছিল নয়টি চিত্রকর্ম ও দুটি সিরামিকের কাজ। এগুলো ৫০ বছরেরও বেশি সময়ের পুরোনো।

১৯৩৮ সালে আঁকা ‘উইমেন ইন আ রেড অরেঞ্জ বেরেট’ ছবিটি পেয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫ লাখ ডলার দাম। যা তুলে ধরেছে পিকাসোর প্রেমিকা ম্যারি-তেরেস ওয়াল্টারকে। যদিও শুরুতে ভাবা হয়েছিল ২ থেকে ৩ কোটি ডলারের মধ্যে দাম উঠবে।

আরেকটি মাস্টারপিস পোয়েট্রেট ‘ম্যান অ্যান্ড চাইল্ড’-এর দাম উঠেছে ২ কোটি ৪৪ লাখ ডলার। সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যের এ চিত্রকর্ম ১৯৫৯ সালে আঁকা হয়। এ ছাড়া নাজিদের হাতে দখলকৃত প্যারিস নিয়ে আঁকা একটি ছবি দাম পেয়েছে ১ কোটি ৬৬ লাখ ডলার।

তবে এখন পর্যন্ত সবচেয়ে দামে বিক্রি হওয়ার পিকাসোর ছবি হলো ‘দ্য উইমেন অব আলজিয়ার্স’। ২০১৫ সালে ১৭ কোটি ৯৪ লাখ ডলারে বিক্রি হয় এ চিত্রকর্ম।

এ ছাড়া ২০১৮ সালে ‘ইয়ং গার্ল উইথ আ ফ্লাওয়ার বাস্কেট’ বিক্রি হয় সাড়ে ১১ কোটি ডলারে। ২০১০ সালে ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ দাম পায় ১০ কোটি ৬৫ লাখ ডলার। ২০০৪ সালে ‘বয় উইথ আ পাইপ’ বিক্রি হয় ১০ কোটি ৪ লাখ ডলার। চলতি বছর ১০ কোটি ৩৯ লাখ ডলার দাম পেয়েছে ‘উইমেন সিটিং নিয়ার আ উইন্ডো’।

ট্যাগস

পিকাসোর শিল্পকর্ম বিক্রি হলো ৯৪১ কোটি টাকায়

আপডেট সময় ০৩:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে দুই দশকের বেশি সময় ধরে প্রদর্শিত হওয়া পাবলো পিকাসোর এগারোটি শিল্পকর্ম নিলামে ১১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৯৪১ কোটি টাকা দাম পেয়েছে।

এ শিল্পকর্মগুলোর মালিকানা ছিল এমজিএম রিসোর্টসের হাতে। যা প্রদর্শিত হচ্ছিল বেল্লাজিও হোটেলের পিকাসো রেস্টুরেন্টে।

প্রতিষ্ঠানটি বলছে, শনিবারের এ নিলাম তাদের শিল্পকর্ম সংগ্রহের বৈচিত্র্যকে বাড়াতে সাহায্য করবে।

১৯৭৩ সালে প্রয়াত স্প্যানিশ শিল্পীর এ সংগ্রহে ছিল নয়টি চিত্রকর্ম ও দুটি সিরামিকের কাজ। এগুলো ৫০ বছরেরও বেশি সময়ের পুরোনো।

১৯৩৮ সালে আঁকা ‘উইমেন ইন আ রেড অরেঞ্জ বেরেট’ ছবিটি পেয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫ লাখ ডলার দাম। যা তুলে ধরেছে পিকাসোর প্রেমিকা ম্যারি-তেরেস ওয়াল্টারকে। যদিও শুরুতে ভাবা হয়েছিল ২ থেকে ৩ কোটি ডলারের মধ্যে দাম উঠবে।

আরেকটি মাস্টারপিস পোয়েট্রেট ‘ম্যান অ্যান্ড চাইল্ড’-এর দাম উঠেছে ২ কোটি ৪৪ লাখ ডলার। সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যের এ চিত্রকর্ম ১৯৫৯ সালে আঁকা হয়। এ ছাড়া নাজিদের হাতে দখলকৃত প্যারিস নিয়ে আঁকা একটি ছবি দাম পেয়েছে ১ কোটি ৬৬ লাখ ডলার।

তবে এখন পর্যন্ত সবচেয়ে দামে বিক্রি হওয়ার পিকাসোর ছবি হলো ‘দ্য উইমেন অব আলজিয়ার্স’। ২০১৫ সালে ১৭ কোটি ৯৪ লাখ ডলারে বিক্রি হয় এ চিত্রকর্ম।

এ ছাড়া ২০১৮ সালে ‘ইয়ং গার্ল উইথ আ ফ্লাওয়ার বাস্কেট’ বিক্রি হয় সাড়ে ১১ কোটি ডলারে। ২০১০ সালে ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ দাম পায় ১০ কোটি ৬৫ লাখ ডলার। ২০০৪ সালে ‘বয় উইথ আ পাইপ’ বিক্রি হয় ১০ কোটি ৪ লাখ ডলার। চলতি বছর ১০ কোটি ৩৯ লাখ ডলার দাম পেয়েছে ‘উইমেন সিটিং নিয়ার আ উইন্ডো’।