ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বিবেচনা করা হবে; স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনার প্রকোপ বাড়ছে। একারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে। করোনা সক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরি তিনি একথা বলেন।

এক বছরের বেশি সময় পর ৩০ মার্চ থেকে স্কুল ও কলেজ খোলার যে তারিখ সরকার ঠিক করেছে, ভাইরাসের সংক্রমণ এভাবে বাড়লে তা পুনর্বিবেচনা করা হতে পারে বরে শিক্ষামন্ত্রী এর আগে জানিয়েছিলেন। সোমবার স্বাস্থ্যমন্ত্রীও একই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এটাকে (শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত) রিভিউ করতে পারে। সংক্রমণ যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয় তারা হয়তো এটাকে রিভিউ করবেন। আর যদি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়ত তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবেন।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১৫ থেকে ২০ দিন আগেও করোনা সংক্রমণ ২.৩% নেমে গিয়েছিল, মৃত্যু ১.৫%। আর সুস্থতার হার ৯২% ছিল। কিন্তু গত কয়েকদিনে আবারও করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। এই পর্যায়ে দেখা যাচ্ছে, করোনা সংক্রমণ ৭% হারে বাড়ছে ও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

তিনি বলেছেন, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, তা নিশ্চিত করতে আবারও ভ্রাম্যমাণ আদালত বসবে; মাস্ক না পরলে-স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে কয়েকটি নির্দেশনা দিয়ে ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বিবেচনা করা হবে; স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনার প্রকোপ বাড়ছে। একারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে। করোনা সক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরি তিনি একথা বলেন।

এক বছরের বেশি সময় পর ৩০ মার্চ থেকে স্কুল ও কলেজ খোলার যে তারিখ সরকার ঠিক করেছে, ভাইরাসের সংক্রমণ এভাবে বাড়লে তা পুনর্বিবেচনা করা হতে পারে বরে শিক্ষামন্ত্রী এর আগে জানিয়েছিলেন। সোমবার স্বাস্থ্যমন্ত্রীও একই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এটাকে (শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত) রিভিউ করতে পারে। সংক্রমণ যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয় তারা হয়তো এটাকে রিভিউ করবেন। আর যদি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়ত তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবেন।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১৫ থেকে ২০ দিন আগেও করোনা সংক্রমণ ২.৩% নেমে গিয়েছিল, মৃত্যু ১.৫%। আর সুস্থতার হার ৯২% ছিল। কিন্তু গত কয়েকদিনে আবারও করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। এই পর্যায়ে দেখা যাচ্ছে, করোনা সংক্রমণ ৭% হারে বাড়ছে ও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

তিনি বলেছেন, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, তা নিশ্চিত করতে আবারও ভ্রাম্যমাণ আদালত বসবে; মাস্ক না পরলে-স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে কয়েকটি নির্দেশনা দিয়ে ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471