ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির বদলে উল্টো শাস্তিই পেল ট্রাফিক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: কর্মস্থল থেকে ছুটি নিতে কতজন কত ধরনের বাহানা তৈরি করেন। কেউ বলেন- বাড়ির লোকের শরীর খারাপ, কেউ আবার নিজেরই অসুস্থতার কারণ দেখান।

কিন্তু ভারতের মধ্য প্রদেশের এক ট্রাফিক পুলিশ সম্প্রতি শ্যালকের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিতে দেখিয়েছেন অদ্ভুত কারণ! এতে ফলও হয়েছে বিপরীত! ছুটির বদলে উল্টো শাস্তিই দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত ৭ ডিসেম্বর উচ্চপদস্থ কর্মকর্তার কাছে ছুটির আবেদন করেছিলেন দিলীপ কুমার আহিরওয়ার নামে ওই ট্রাফিক পুলিশ।

আবেদনে তিনি জানান, শ্যালকের বিয়েতে যোগ দিতে আগামী ১১ ডিসেম্বর থেকে পাঁচদিনের ছুটি দরকার। এপর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু চিঠির শেষে ওই পুলিশ কর্মকর্তা লেখেন, এই ছুটি না পেলে তার স্ত্রী ঝামেলা করবে। এ নিয়ে সংসারে অশান্তি হবে।

তার কথায়, ‘স্ত্রী বলে দিয়েছে, আমি তার ভাইয়ের বিয়েতে না গেলে পরিণতি খুব খারাপ হবে।’ এই চিঠি দেখে ওই ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবেদনের পর ছুটি মঞ্জুরের বদলে শাস্তি হিসেবে পুলিশ লাইনে বদলি করা হয় তাকে।

তবে অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আসলে ওই চিঠির কারণে নয়, দিলীপ কুমার শাস্তি পেয়েছেন দায়িত্বে ফাঁকি দেওয়ার কারণে।

কিছুদিন আগেই তিনি ৫৫ দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে গত ২৮ নভেম্বরই কাজে যোগ দিয়েছেন। এর আগে আরও সাতদিন ছুটি কাটিয়েছেন ওই ট্রাফিক পুলিশ। এরপর আবার নতুন করে এই ছুটির আবেদন।

এভাবে বারবার ছুটি নেওয়া শৃঙ্খলাভঙ্গের সমান। সেই কারণেই শাস্তি পেয়েছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে দিলীপ কুমারের সেই ছুটির আবেদনের ছবি। এই নিয়ে মজাও করেছেন অনেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

ট্যাগস

ছুটির বদলে উল্টো শাস্তিই পেল ট্রাফিক পুলিশ

আপডেট সময় ০৭:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: কর্মস্থল থেকে ছুটি নিতে কতজন কত ধরনের বাহানা তৈরি করেন। কেউ বলেন- বাড়ির লোকের শরীর খারাপ, কেউ আবার নিজেরই অসুস্থতার কারণ দেখান।

কিন্তু ভারতের মধ্য প্রদেশের এক ট্রাফিক পুলিশ সম্প্রতি শ্যালকের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিতে দেখিয়েছেন অদ্ভুত কারণ! এতে ফলও হয়েছে বিপরীত! ছুটির বদলে উল্টো শাস্তিই দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত ৭ ডিসেম্বর উচ্চপদস্থ কর্মকর্তার কাছে ছুটির আবেদন করেছিলেন দিলীপ কুমার আহিরওয়ার নামে ওই ট্রাফিক পুলিশ।

আবেদনে তিনি জানান, শ্যালকের বিয়েতে যোগ দিতে আগামী ১১ ডিসেম্বর থেকে পাঁচদিনের ছুটি দরকার। এপর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু চিঠির শেষে ওই পুলিশ কর্মকর্তা লেখেন, এই ছুটি না পেলে তার স্ত্রী ঝামেলা করবে। এ নিয়ে সংসারে অশান্তি হবে।

তার কথায়, ‘স্ত্রী বলে দিয়েছে, আমি তার ভাইয়ের বিয়েতে না গেলে পরিণতি খুব খারাপ হবে।’ এই চিঠি দেখে ওই ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবেদনের পর ছুটি মঞ্জুরের বদলে শাস্তি হিসেবে পুলিশ লাইনে বদলি করা হয় তাকে।

তবে অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আসলে ওই চিঠির কারণে নয়, দিলীপ কুমার শাস্তি পেয়েছেন দায়িত্বে ফাঁকি দেওয়ার কারণে।

কিছুদিন আগেই তিনি ৫৫ দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে গত ২৮ নভেম্বরই কাজে যোগ দিয়েছেন। এর আগে আরও সাতদিন ছুটি কাটিয়েছেন ওই ট্রাফিক পুলিশ। এরপর আবার নতুন করে এই ছুটির আবেদন।

এভাবে বারবার ছুটি নেওয়া শৃঙ্খলাভঙ্গের সমান। সেই কারণেই শাস্তি পেয়েছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে দিলীপ কুমারের সেই ছুটির আবেদনের ছবি। এই নিয়ে মজাও করেছেন অনেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন