ক্রীড়া ডেস্কঃ ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের জন্য তারকাবহুল দল সাজিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। বিশেষ করে নিজ দলের আক্রমণভাগকে ঢেলে সাজিয়েছেন কোচ ফ্র্যাংক ল্যাম্পার্ড। কিন্তু এতে করে আবার খানিক দুর্বল হয়ে পড়েছে চেলসির রক্ষণভাগ।
যদিও রক্ষণ সামাল দিতে প্যারিস সেইন্ট জার্মেই থেকে আনা হয়েছে সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। তবে তার ওপর অনেক বেশি চাপ পড়বে বলে মনে করছেন চেলসির সাবেক তারকা ক্রেইগ বার্লি।
আক্রমণভাগের সবাই অতি আক্রমণাত্মক হওয়ায় থিয়াগো সিলভাকে অক্সিজেন মাস্ক পরে খেলতে হবে বলে মন্তব্য করেছেন বার্লি। চেলসির আক্রমণভাগের নতুন সংযোজন টিমো ওয়ের্নার, হাকিম জিয়েচ এবং কাই হ্যাভার্ৎজ।
তাদের কারোরই রক্ষণাত্মক স্কিল তেমন একটা ভালো নয়। ফলে প্রতিপক্ষ যখন আক্রমণে আসবে তখন থিয়াগো সিলভার ওপর অনেক বেশি চাপ পড়বে বলে মনে করেন বার্লি। তার মতে, অনেক বেশি দৌড়ানোও লাগবে সিলভার।
ইএসপিএন এফসির সঙ্গে সাক্ষাৎকারে বার্লি বলেছেন, ‘থিয়াগো সিলভার নিশ্চিতভাবেই অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়বে। কারণ দলে শুধুমাত্র এনগোলো কান্তের রক্ষণাত্মক সামর্থ্য রয়েছে। ফলে আক্রমণ ও রক্ষণের ভারসাম্য আনতে বেগ পোহাতে হবে ল্যাম্পার্ডকে।’
তিনি আরও যোগ করেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত ছিল ম্যাসন মাউন্ট, সেও একজন আক্রমণাত্মক খেলোয়াড়।
লেবারকুসেনের স্ট্রাইকার হিসেবেই খেলেছে কাই হ্যাভার্ৎজ। এর সঙ্গে ওয়ের্নার, জিয়েচ ও পুলিসিচ। যার ফলে শুধু কান্তেই বাকি থাকে। কেননা অন্য কেউ রক্ষণাত্মক দায়িত্ব পালন করবে না।’
নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে। চেলসির প্রথম ম্যাচ ১৪ সেপ্টেম্বর ব্রাইটনের বিপক্ষে।
গত মৌসুমে চতুর্থ অবস্থানে থেকে লিগ শেষ করেছিল চেলসি। এবার আরও ভালো করতে নিশ্চিতভাবেই থিয়াগো সিলভার ওপর থাকবে বড় দায়িত্ব।