ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খাবার বিল না দেওয়ায়তে প্রান গেল ব্যবসায়ীর

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ হোটেলে খাবারের বিল না দিয়ে চলে যাওয়ায় মিজানুর রহমান ডন (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার রাতে রাজধানীর মগবাজার টিএন্ডটি অফিসের সামনে ঘটনা ঘটে। বেলী রোড ইউনিটের সভাপতি মো. বাবুল মিয়া জানায়, ডনের বাসা মগবাজার চেয়ারম্যান গলিতে।

মগবাজারে টিএন্ডটি অফিসের পাশে হোটেলের ব্যবসা আছে তার। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবসা আছে। বাবুল মিয়া আরো জানায়, গত পরশু দিন টিএন্ডটি অফিসের পাশে আলমগীরের দোকানে ডন’সহ কয়েকজন খাবার খায়।

পরে খাবারের বিল না দিয়েই চলে যায়। রোববার সন্ধ্যায় ডন’সহ কয়েকজন টিএন্ডটি অফিস এলাকায় বসে আড্ডা দিচ্ছিল।

একই এলাকার বাদশা তার ভাই কুট্টি, রিপন, মিজান’সহ কয়েকজন ডনকে ধরে জিজ্ঞাসা করে খাবারের বিল দেয় নাই কেন? এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুট্টি ডনের বুকের ডান পাশে ও নাভির নিচে ছুরিকাঘাত করে।

পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ডনের বুকের ডান পাশে ও নাভির নিচে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর।

রমনা থানার (ওসি অপারেশন) মো. মাহফুজুল হক ভুঞা জানায়, সন্ধ্যার দিকে মগবাজার টিএন্ডটি অফিসের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা পুর্ব পরিচিত।

একইসঙ্গে চলাফেরা করে। যতটুকু শুনেছি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

খাবার বিল না দেওয়ায়তে প্রান গেল ব্যবসায়ীর

আপডেট সময় ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

স্টাফ রিপোর্টারঃ হোটেলে খাবারের বিল না দিয়ে চলে যাওয়ায় মিজানুর রহমান ডন (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার রাতে রাজধানীর মগবাজার টিএন্ডটি অফিসের সামনে ঘটনা ঘটে। বেলী রোড ইউনিটের সভাপতি মো. বাবুল মিয়া জানায়, ডনের বাসা মগবাজার চেয়ারম্যান গলিতে।

মগবাজারে টিএন্ডটি অফিসের পাশে হোটেলের ব্যবসা আছে তার। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবসা আছে। বাবুল মিয়া আরো জানায়, গত পরশু দিন টিএন্ডটি অফিসের পাশে আলমগীরের দোকানে ডন’সহ কয়েকজন খাবার খায়।

পরে খাবারের বিল না দিয়েই চলে যায়। রোববার সন্ধ্যায় ডন’সহ কয়েকজন টিএন্ডটি অফিস এলাকায় বসে আড্ডা দিচ্ছিল।

একই এলাকার বাদশা তার ভাই কুট্টি, রিপন, মিজান’সহ কয়েকজন ডনকে ধরে জিজ্ঞাসা করে খাবারের বিল দেয় নাই কেন? এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুট্টি ডনের বুকের ডান পাশে ও নাভির নিচে ছুরিকাঘাত করে।

পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ডনের বুকের ডান পাশে ও নাভির নিচে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর।

রমনা থানার (ওসি অপারেশন) মো. মাহফুজুল হক ভুঞা জানায়, সন্ধ্যার দিকে মগবাজার টিএন্ডটি অফিসের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা পুর্ব পরিচিত।

একইসঙ্গে চলাফেরা করে। যতটুকু শুনেছি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।