গোপালগঞ্জ প্রতিনিধিঃ হোম করেনটাইনে থাকা অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামে ক্যান্সার অাক্রান্ত এক রোগী মারা গেছেন।
তিনি গত ১০ মার্চ ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ বলেছেন, তার জনামতে ওই মৃত ব্যক্তি ক্যান্সার আক্রান্ত ছিলেন। যেহেতু ভারত থেকে চিকিৎসা শেষে দেশে এসেছিলেন তাই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তার মৃত্যুর প্রকৃত কারন জানতে না পারলেও অধিকতর সুরক্ষার জন্য তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাহায্য করবো।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোর্শদ বলেছেন, তিনি খবরটি শুনেছেন। এ বিষয়ে তিনি আইইডিসিআর এর সাথে যোগাযোগ করছেন।
সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রনব সরকার বলেছেন, ঐ মহিলা ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিয়েছেন