কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকা ৭ মাসের সেই শিশুর নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা সংগ্রহকারীরা।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ নমুনা সংগ্রহ করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, আইসোলেশনে থাকা একটি শিশুর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরকে জানানো হয়। পরে শুক্রবার আইইডিসিআরের দুই নমুনা সংগ্রহকারী এসে নমুনা সংগ্রহ করেন। শিশুটি জ্বর, ঠাণ্ডা, কাশিতে আক্রান্ত। তার বাবা তহিদুল গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। তাই শিশুটি করোনা পজেটিভ কিনা তা পরীক্ষা করা হচ্ছে।
এর আগে ২৩ মার্চ শিশু পুত্র মহম্মদকে হাসপাতালে ভর্তির সময় পরিবারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
যদিও শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে যথাযথ নিয়মে কোয়ারেন্টিন শেষ করেছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা: আনোয়ারুল ইসলাম।