ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেক জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড ও অপর আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০), একই এলাকার শহিদ ব্যাপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত আসামি সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় আসামি সুমন ও অপর আসামি আলীম, বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করে। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচার কার্যক্রম চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রচার করেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

ট্যাগস

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেক জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মানিকগঞ্জে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড ও অপর আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০), একই এলাকার শহিদ ব্যাপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত আসামি সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় আসামি সুমন ও অপর আসামি আলীম, বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করে। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচার কার্যক্রম চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রচার করেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471