ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে হত্যা মামলায় এক চীনা নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ১০:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৬৭৫ Time View

সিলেটে হত্যা মামলায় এক চীনা নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।আজ বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) হত্যায় মামলায় দণ্ডপ্রাপ্ত দেশটির নাগরিক হলেন—জো চাও (৪০)। তিনিও একই প্ল্যান্টে কর্মরত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন। তবে বাদী চীনা নাগরিক হওয়ায় তিনি নিজ দেশে অবস্থান করছেন।’আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান সজল আজকের পত্রিকাকে জানান, ‘আমরা রায়ে সংক্ষুব্ধ। আমাদের খালাস পাওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড ছিল। বিজ্ঞ আদালত মামলার এজহার, অভিযোগপত্র, ময়নাতদন্তের রিপোর্ট, আসামি জখমের চিকিৎসাপত্র ও সাক্ষীগণের জবানবন্দী পর্যালোচনা করে রায় ও আদেশ দিয়েছেন।

আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা উচ্চ আদালতে যাব।’মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮), জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়।এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।

ট্যাগস

সিলেটে হত্যা মামলায় এক চীনা নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১০:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

সিলেটে হত্যা মামলায় এক চীনা নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।আজ বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) হত্যায় মামলায় দণ্ডপ্রাপ্ত দেশটির নাগরিক হলেন—জো চাও (৪০)। তিনিও একই প্ল্যান্টে কর্মরত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন। তবে বাদী চীনা নাগরিক হওয়ায় তিনি নিজ দেশে অবস্থান করছেন।’আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান সজল আজকের পত্রিকাকে জানান, ‘আমরা রায়ে সংক্ষুব্ধ। আমাদের খালাস পাওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড ছিল। বিজ্ঞ আদালত মামলার এজহার, অভিযোগপত্র, ময়নাতদন্তের রিপোর্ট, আসামি জখমের চিকিৎসাপত্র ও সাক্ষীগণের জবানবন্দী পর্যালোচনা করে রায় ও আদেশ দিয়েছেন।

আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা উচ্চ আদালতে যাব।’মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮), জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়।এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471