ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এমি জয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০১:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ১৬৯৭ Time View

 এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন। সোমবার (১১ ডিসেম্বর) ৬১ বছর বয়সে মারা যান তিনি। খবর ভ্যারাইটির। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন গণমাধ্যমে জানান, অসুস্থতার কিছুদিনের মধ্যেই মারা যান তিনি।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশি সিস্টেম নিয়ে বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় অভিনয় করেন ব্রাওর। পরে ড্রামা ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এ সিরিজের জন্য এমি জিতে নেন ব্রাওর।

১ জুলাই ১৯৬২ সালে শিকাগোতে জন্ম অভিনেতা আন্দ্রে ব্রাওরের। সেন্ট ইগনাশিয়াস কলেজ প্রিপে থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। পরে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা বৃত্তি পান, সেখান থেকেই ১৯৮৪ সালে থিয়েটারে স্নাতক হন।

১৯৮৯ সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক ও ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়াও ‘সিটি অফ অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’ ও ‘সল্ট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

এমি জয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন

আপডেট সময় ০১:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

 এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন। সোমবার (১১ ডিসেম্বর) ৬১ বছর বয়সে মারা যান তিনি। খবর ভ্যারাইটির। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন গণমাধ্যমে জানান, অসুস্থতার কিছুদিনের মধ্যেই মারা যান তিনি।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশি সিস্টেম নিয়ে বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় অভিনয় করেন ব্রাওর। পরে ড্রামা ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এ সিরিজের জন্য এমি জিতে নেন ব্রাওর।

১ জুলাই ১৯৬২ সালে শিকাগোতে জন্ম অভিনেতা আন্দ্রে ব্রাওরের। সেন্ট ইগনাশিয়াস কলেজ প্রিপে থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। পরে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা বৃত্তি পান, সেখান থেকেই ১৯৮৪ সালে থিয়েটারে স্নাতক হন।

১৯৮৯ সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক ও ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়াও ‘সিটি অফ অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’ ও ‘সল্ট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471