ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা Logo আমানত সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক, ঋণ বিতরণে ব্র্যাক Logo নওগাঁয় ৬০০ কোটি টাকা আত্মসাৎ: ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক তনু গ্রেফতার Logo হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি ঢাকার আহ্বান Logo বিবাহ বার্ষিকীর দিনে ফাঁসির রায় শেখ হাসিনা’র Logo মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

মিরপুর টেস্টে দিন শেষে এগিয়ে বাংলাদেশ

দিনের তখনো ২১ ওভার বাকি। তবে আলোর স্বল্পতায় পুরো ২১ ওভার খেলা হবে কি না, তা নিশ্চিত ছিল না। এমন অবস্থায় যেকোনো দলই দিনের বাকি সময়ে উইকেট না হারিয়ে কাটিয়ে দিতে চাইবে।

আগামীকাল নতুন করে শুরু করার চেষ্টা হবে যেকোনো দলের লক্ষ্য। কিন্তু মিরপুরের কন্ডিশনে সেটি প্রায় অসম্ভবই। উইকেট স্পিন-স্বর্গ। ওদিকে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ আছেন সেরা ছন্দে। স্কোরবোর্ডে বাংলাদেশের ১৭২ রানকেও কঠিন লক্ষ্য করে তোলার প্রতিজ্ঞা ছিল তাঁদের। হয়েছেও তা–ই। নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে।

এরপর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে। প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। বাংলাদেশ দল তাদের বোলিং ইনিংসের শুরু করে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে দিয়ে। কিন্তু তাঁর ভাগ্যে জুটেছে মাত্র ১ ওভারে। দ্বিতীয় ওভার থেকেই স্পিনারদের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন। নতুন বলের গতিময় স্পিন বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেবে, এমনই আশা বাংলাদেশ দলের অধিনায়কের।

ভাগ্য ভালো, প্রথম সাফল্যের জন্য বেশিক্ষণ সময় নিলেন না মিরাজ। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি ফিরিয়ে দিলেন ১টি করে চার ও ছক্কায় ১১ রান করা ডেভন কনওয়েকে। মিরাজের অফ স্টাম্পের ঠিক বাইরে পিচ করা বল সোজা খুঁজে নেয় কনওয়ের স্টাম্প।

পরের ওভারেই আরেক ওপেনার টম ল্যাথামকে (৪) আউট করেন তাইজুল। তাইজুলের অফ স্টাম্পের বাইরে বল নিচু হয়ে খুঁজে নেয় ল্যাথামের ব্যাট, উইকেটের পেছনে দারুণ ক্যাচ ধরেন নুরুল হাসান। মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন আরেক বাঁহাতি হেনরি নিকোলস। তাইজুলের অফ স্টাম্পের বাইরে মন্থরগতির বলটি মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শরীফুলের হাতে ধরা পড়েন ১ রান করা নিকোলস। নিউজিল্যান্ডের রান তখন ৩ উইকেটে ৩০।

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছেন মিরাজ। ১২তম ওভারে আগের ম্যাচে শতক করা কেইন উইলিয়ামসনকে আউট করেন। মিরাজের অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা লাফিয়ে ওঠা বল উইলিয়ামসনের ব্যাট থেকে যায় শর্ট লেগের দিকে। যেখানে ডান দিকে লাফিয়ে দারুণ ক্যাচ লুফে নেন শাহাদাত হোসেন। ২ বাউন্ডারিতে ১৩ রান করা উইলিয়ামসনের ইনিংস থামে তাতে।

একই ওভারে আরও একবার নিউজিল্যান্ড ব্যাটিংয়ে আঘাত হানেন মিরাজ। এবার মিরাজের ভালো লেংথের বল নিচু হয়ে খুঁজে নেয় নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেলের প্যাড। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরতে হয় টম ব্লান্ডেলকে। নিউজিল্যান্ডের রান তখন ৫ উইকেটে ৪৬। ক্রিজে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস (৫) ও ড্যারিল মিচেল (১২)। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মিরাজ, ২টি তাইজুল।

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০

মিরপুর টেস্টে দিন শেষে এগিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

দিনের তখনো ২১ ওভার বাকি। তবে আলোর স্বল্পতায় পুরো ২১ ওভার খেলা হবে কি না, তা নিশ্চিত ছিল না। এমন অবস্থায় যেকোনো দলই দিনের বাকি সময়ে উইকেট না হারিয়ে কাটিয়ে দিতে চাইবে।

আগামীকাল নতুন করে শুরু করার চেষ্টা হবে যেকোনো দলের লক্ষ্য। কিন্তু মিরপুরের কন্ডিশনে সেটি প্রায় অসম্ভবই। উইকেট স্পিন-স্বর্গ। ওদিকে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ আছেন সেরা ছন্দে। স্কোরবোর্ডে বাংলাদেশের ১৭২ রানকেও কঠিন লক্ষ্য করে তোলার প্রতিজ্ঞা ছিল তাঁদের। হয়েছেও তা–ই। নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে।

এরপর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে। প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। বাংলাদেশ দল তাদের বোলিং ইনিংসের শুরু করে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে দিয়ে। কিন্তু তাঁর ভাগ্যে জুটেছে মাত্র ১ ওভারে। দ্বিতীয় ওভার থেকেই স্পিনারদের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন। নতুন বলের গতিময় স্পিন বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেবে, এমনই আশা বাংলাদেশ দলের অধিনায়কের।

ভাগ্য ভালো, প্রথম সাফল্যের জন্য বেশিক্ষণ সময় নিলেন না মিরাজ। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি ফিরিয়ে দিলেন ১টি করে চার ও ছক্কায় ১১ রান করা ডেভন কনওয়েকে। মিরাজের অফ স্টাম্পের ঠিক বাইরে পিচ করা বল সোজা খুঁজে নেয় কনওয়ের স্টাম্প।

পরের ওভারেই আরেক ওপেনার টম ল্যাথামকে (৪) আউট করেন তাইজুল। তাইজুলের অফ স্টাম্পের বাইরে বল নিচু হয়ে খুঁজে নেয় ল্যাথামের ব্যাট, উইকেটের পেছনে দারুণ ক্যাচ ধরেন নুরুল হাসান। মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন আরেক বাঁহাতি হেনরি নিকোলস। তাইজুলের অফ স্টাম্পের বাইরে মন্থরগতির বলটি মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শরীফুলের হাতে ধরা পড়েন ১ রান করা নিকোলস। নিউজিল্যান্ডের রান তখন ৩ উইকেটে ৩০।

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছেন মিরাজ। ১২তম ওভারে আগের ম্যাচে শতক করা কেইন উইলিয়ামসনকে আউট করেন। মিরাজের অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা লাফিয়ে ওঠা বল উইলিয়ামসনের ব্যাট থেকে যায় শর্ট লেগের দিকে। যেখানে ডান দিকে লাফিয়ে দারুণ ক্যাচ লুফে নেন শাহাদাত হোসেন। ২ বাউন্ডারিতে ১৩ রান করা উইলিয়ামসনের ইনিংস থামে তাতে।

একই ওভারে আরও একবার নিউজিল্যান্ড ব্যাটিংয়ে আঘাত হানেন মিরাজ। এবার মিরাজের ভালো লেংথের বল নিচু হয়ে খুঁজে নেয় নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেলের প্যাড। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরতে হয় টম ব্লান্ডেলকে। নিউজিল্যান্ডের রান তখন ৫ উইকেটে ৪৬। ক্রিজে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস (৫) ও ড্যারিল মিচেল (১২)। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মিরাজ, ২টি তাইজুল।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471