ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা Logo আমানত সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক, ঋণ বিতরণে ব্র্যাক Logo নওগাঁয় ৬০০ কোটি টাকা আত্মসাৎ: ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক তনু গ্রেফতার Logo হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি ঢাকার আহ্বান Logo বিবাহ বার্ষিকীর দিনে ফাঁসির রায় শেখ হাসিনা’র Logo মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

কোরিয়ান সুপারস্টার সন হিউং মিনের পাশে মোরসালিন

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০৭:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ১৬৯১ Time View

 ৩১ বছর বয়সী দক্ষিন কোরিয়ার ফুটবল সুপারস্টার সন হিউং মিন এতমধ্যে দলের র্জাসিতে ১১৬ ম্যাচ খেলেছেন। এবং গোল করেছেন ৪১ টি । ২০১৫ সাল থেকে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারে।

এই ক্লাবের জার্সিতে ২৮০ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। এশিয়ার অন্যতম এই তারকা ফুটবলারের পাশে এখন বাংলাদেশের শেখ মোরসালিন। লাল-সবুজ জার্সিতে ৯ ম্যাচ খেলে চার গোল করা বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন এশিয়ার স্টার পারফমারদের তালিকায়।

১৬ ও ২১ নভেম্বর হয়েছে ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচ। ৯ গ্রুপের ১৮ ম্যাচ থেকে এএফসির অফিসিয়াল ওয়েবসাইট এএফসিডটকম বাছাই করেছেন ৯ জন সেরা পারফরমাকে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ খেলেছেন লেবাননের বিপক্ষে। শেখ মোরসালিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলেছিলেন বদলি হিসেবে। ঢাকায় লেবাননের বিপক্ষে একাদশে জায়গা করে নেওয়া মোরসালিনের গোলেই হার এড়িয়েছে বাংলাদেশ। দুর্দান্ত গোলটিই মোরসালিনকে নিয়ে গেছে এশিয়ার বড়বড় তারকার পাশে।

বাংলাদেশের মোরসালিন ও কোরিয়ান সান হিউং মিন ছাড়াও স্টার পারফরমারের তালিকায় আছেন কাতারের আলমোয়েজ আলী, ইরানের মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরা, জাপানের আয়াসে উয়েদা, সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখত, অস্ট্রেলিয়ার হ্যারি সাটার ও মালয়েশিয়ার দিনো কুলস।

মোরসালিন গত সাফ চ্যাম্পিয়নশিপে গোল করেছিলেন মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। এর পর ঘরের মাঠে একটি গোল করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে। সর্বশেষ গোল লেবাননের বিপক্ষে।

নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০

কোরিয়ান সুপারস্টার সন হিউং মিনের পাশে মোরসালিন

আপডেট সময় ০৭:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

 ৩১ বছর বয়সী দক্ষিন কোরিয়ার ফুটবল সুপারস্টার সন হিউং মিন এতমধ্যে দলের র্জাসিতে ১১৬ ম্যাচ খেলেছেন। এবং গোল করেছেন ৪১ টি । ২০১৫ সাল থেকে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারে।

এই ক্লাবের জার্সিতে ২৮০ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। এশিয়ার অন্যতম এই তারকা ফুটবলারের পাশে এখন বাংলাদেশের শেখ মোরসালিন। লাল-সবুজ জার্সিতে ৯ ম্যাচ খেলে চার গোল করা বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন এশিয়ার স্টার পারফমারদের তালিকায়।

১৬ ও ২১ নভেম্বর হয়েছে ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচ। ৯ গ্রুপের ১৮ ম্যাচ থেকে এএফসির অফিসিয়াল ওয়েবসাইট এএফসিডটকম বাছাই করেছেন ৯ জন সেরা পারফরমাকে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ খেলেছেন লেবাননের বিপক্ষে। শেখ মোরসালিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলেছিলেন বদলি হিসেবে। ঢাকায় লেবাননের বিপক্ষে একাদশে জায়গা করে নেওয়া মোরসালিনের গোলেই হার এড়িয়েছে বাংলাদেশ। দুর্দান্ত গোলটিই মোরসালিনকে নিয়ে গেছে এশিয়ার বড়বড় তারকার পাশে।

বাংলাদেশের মোরসালিন ও কোরিয়ান সান হিউং মিন ছাড়াও স্টার পারফরমারের তালিকায় আছেন কাতারের আলমোয়েজ আলী, ইরানের মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরা, জাপানের আয়াসে উয়েদা, সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখত, অস্ট্রেলিয়ার হ্যারি সাটার ও মালয়েশিয়ার দিনো কুলস।

মোরসালিন গত সাফ চ্যাম্পিয়নশিপে গোল করেছিলেন মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। এর পর ঘরের মাঠে একটি গোল করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে। সর্বশেষ গোল লেবাননের বিপক্ষে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471