ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আসছে অয়েলকাম থ্রি; ওয়েলকাম টু দ্য জঙ্গল

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৫৩ Time View

৯ সেপ্টেম্বর (শনিবার) অক্ষয় কুমারের ৫৬তম জন্মদিন। জন্মদিনেই খ্যাতিমান নায়ক আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তার নতুন ছবির। শোনা যাচ্ছে, নতুন ছবি ওয়েলকাম থ্রি একেবারেই এক কমেডি ঘরানার হবে।

ওয়েলকাম থ্রির অফিসিয়াল নাম হচ্ছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সর্বসাকুল্যে ২৪ জন তারকাকে দেখা যাবে এই সিনেমায়। ওয়েলকাম থ্রি মুক্তি পাবে ২০২৪ সালের ২০ ডিসেম্বর।

পরিচালক আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, ডিলার মেহেন্দি, মিকা সিং, রাহুল দেব, মুকেশসহ একদল প্রতিভাবান তারকা। তাছাড়া চমক দেখাবে রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি।

আসছে অয়েলকাম থ্রি; ওয়েলকাম টু দ্য জঙ্গল

আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

৯ সেপ্টেম্বর (শনিবার) অক্ষয় কুমারের ৫৬তম জন্মদিন। জন্মদিনেই খ্যাতিমান নায়ক আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তার নতুন ছবির। শোনা যাচ্ছে, নতুন ছবি ওয়েলকাম থ্রি একেবারেই এক কমেডি ঘরানার হবে।

ওয়েলকাম থ্রির অফিসিয়াল নাম হচ্ছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সর্বসাকুল্যে ২৪ জন তারকাকে দেখা যাবে এই সিনেমায়। ওয়েলকাম থ্রি মুক্তি পাবে ২০২৪ সালের ২০ ডিসেম্বর।

পরিচালক আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, ডিলার মেহেন্দি, মিকা সিং, রাহুল দেব, মুকেশসহ একদল প্রতিভাবান তারকা। তাছাড়া চমক দেখাবে রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471