ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ভাইয়ের শাবলের আঘাতে বোন’সহ নিহত-২

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধিঃ  পাগল ভাইএর শাবলের আঘাতে আপন বোনসহ নিহত২।

বুধবার ১০ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষিতাড়া গ্রামের মৃত- নিপেন সিং এর মেয়ে “লিপি রানী” (৩২) ও ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তের ছেলে “মনু”(৫৫)।

স্থানিয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা আড়াইটায় লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর ছেলে প্রদীপ সিং পারিবারিক কলহের জেরে বাক-বতিন্ডার এক পর্যায়ে আপন বোন লিপি রানী (৩২) কে শাবল দিয়ে আঘাত করে।  এমতাবস্তায় পাশে থাকা আরেক প্রতিবেশি ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তর ছেলে মনু (৫৫) লিপি রানী কে বাচাতে এগিয়ে আসলে তাকেও একই ভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করে।

শাবলের আঘাতে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় এলাকাবাসী  “প্রদীপ সিং” কে আটক করে এবং সাথে সাথে থানায় সংবাদ দিলে, পুলিশ  লিপি রানী ও মনুকে ঘটনাস্থল উদ্ধার করে ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

এসময় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আহমদুল্লাহ তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন। তিনি বলেন, লিপি রানী ও মনু ঘটনাস্থলেই মারা যান।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং লাশ দুটিকে হাসপাতালে পাঠিয়ে দেই ও প্রদীপ সিং কে আটক করে থানায় নিয়ে আসি।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় ভাইয়ের শাবলের আঘাতে বোন’সহ নিহত-২

আপডেট সময় ০৭:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধিঃ  পাগল ভাইএর শাবলের আঘাতে আপন বোনসহ নিহত২।

বুধবার ১০ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষিতাড়া গ্রামের মৃত- নিপেন সিং এর মেয়ে “লিপি রানী” (৩২) ও ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তের ছেলে “মনু”(৫৫)।

স্থানিয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা আড়াইটায় লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর ছেলে প্রদীপ সিং পারিবারিক কলহের জেরে বাক-বতিন্ডার এক পর্যায়ে আপন বোন লিপি রানী (৩২) কে শাবল দিয়ে আঘাত করে।  এমতাবস্তায় পাশে থাকা আরেক প্রতিবেশি ভাদরন্ড গ্রামের মৃত- জামিনি কান্তর ছেলে মনু (৫৫) লিপি রানী কে বাচাতে এগিয়ে আসলে তাকেও একই ভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করে।

শাবলের আঘাতে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় এলাকাবাসী  “প্রদীপ সিং” কে আটক করে এবং সাথে সাথে থানায় সংবাদ দিলে, পুলিশ  লিপি রানী ও মনুকে ঘটনাস্থল উদ্ধার করে ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

এসময় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আহমদুল্লাহ তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন। তিনি বলেন, লিপি রানী ও মনু ঘটনাস্থলেই মারা যান।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং লাশ দুটিকে হাসপাতালে পাঠিয়ে দেই ও প্রদীপ সিং কে আটক করে থানায় নিয়ে আসি।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471