চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট পাঁচজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
শুক্রবার (৯ মে) মক্কায় মারা যান হাফেজ উদ্দিন (৭৩)। এর আগে চলতি বছর হজে গিয়ে মৃত্যুবরণকারী অন্য চার বাংলাদেশি হলেন: ২৯ এপ্রিল রাজবাড়ীর খলিলুর রহমান, ২ মে কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড়ের আল হামিদা বানু ও ৭ মে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান কবীর।
শনিবার (১০ মে) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৃত হাফেজ উদ্দিনের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ১৬০৮৩৩৭২। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন বলে জানা গেছে।
বুলেটিন সূত্রে আরো জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন (সম্ভাব্য তারিখ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২৯ এপ্রিল শুরু হয়েছে এবং এই ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।