ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৫০০ জনে।

শনিবার (২৬ এপ্রিল) এক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জান গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত অবস্থায় আরও ১০৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে সংঘাতের শুরু থেকে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৫০০ জন ও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১১১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

সূত্র: আনাদোলু।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৫০০ জনে।

শনিবার (২৬ এপ্রিল) এক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জান গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত অবস্থায় আরও ১০৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে সংঘাতের শুরু থেকে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৫০০ জন ও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১১১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

সূত্র: আনাদোলু।