মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল, প্রতিপক্ষ থাইল্যান্ড।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। ছয় দলের এই টুর্নামেন্ট হচ্ছে লিগ পদ্ধতিতে, যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।
পাঁচ ম্যাচের এই মিশনে অন্তত চারটি জয়কে লক্ষ্য ধরে মাঠে নেমেছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচেই তুলনামূলকভাবে দুর্বল থাইল্যান্ডকে পেয়ে জয় ছাড়া কিছু ভাবতে রাজি নয় তারা। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথমবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে সাতবার, যেখানে প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করতে চায় নিগার-ফারজানারা।.
বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।